উত্তর চট্টগ্রামে ৭ উপজেলায় আ.লীগের প্রার্থী ঘোষনা

0

কারেন্ট টাইমসঃ  আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে উত্তর চট্টগ্রামের সাত উপজেলার দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ।

৭ উপজেলার মধ্যে রয়েছে মীরসরাই, সীতাকুণ্ড, সন্দ্বীপ, রাঙ্গুনিয়া, ফটিকছড়ি, রাউজান ও হাটহাজারী।

মনোনয়নপ্রাপ্তরা হলেন- মিরসরাইয়ে মো. জসিম উদ্দিন, সীতাকুণ্ডে এসএম আল মামুন, সন্দ্বীপে মো. শাহাজাহান,  রাঙ্গুনিয়ায় খলিলুর রহমান চৌধুরী, ফটিকছড়িতে মোহাম্মদ নাজিম উদ্দীন, রাউজানে একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল ও হাটহাজারীতে এসএম রাশেদুল আলম।

আজ রবিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলের সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দ্বিতীয় ধাপের ১২২ জন প্রার্থীর তালিকা প্রকাশ করেন।

১৮ মার্চ দ্বিতীয় ধাপে এসব উপজেলায় ভোট হবে। তফসিল অনুযায়ী দ্বিতীয় ধাপের নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৮ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র বাছাই ২০ ফেব্রুয়ারি। ২৭ ফেব্রুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন।’

এবার পাঁচ ধাপে উপজেলায় ভোট করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। প্রথম ধাপ ১০ মার্চ, দ্বিতীয় ধাপ ১৮ মার্চ। ২৪ মার্চ তৃতীয় ধাপের পর ৩১ মার্চ হবে চতুর্থ ধাপের ভোটগ্রহণ। ১৮ জুন হবে শেষ ধাপের ভোট।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.