চট্টগ্রামে যুবলীগঃ মূর্তিমান আতঙ্ক

0

জুবায়ের সিদ্দিকীঃ চট্টগ্রামবাসী মনে করছে যুবলীগ এক মূর্তিমান আতঙ্ক। নগরীতে যুবলীগের সাংগঠনিক তৎপরতা ঝিমিয়ে পড়েছে। অধিকাংশ যুবলীগের শীর্ষ নেতা ব্যবসা-বাণিজ্য নিয়ে ব্যস্ত। মাঠ পর্যায়ের বেশীরভাগ নেতাকর্মী টেন্ডারবাণিজ্য ও চাঁদাবাজিতে জড়িয়ে পড়েছেন।

চট্টগ্রামে আগ্রাবাদে গণপূর্ত বিবাগের এক কোটি টাকার টেন্ডার নিয়ে গত মাসে ব্যাপক সংঘর্ষ হয়েছে যুবলীগের বিবদমান দুটি গ্রুপের মধ্যে। চট্টগ্রামে সামনের সারির বেশ কয়েকজন নেতা নিজেদের পছন্দের নেতাকর্মীদের নিয়ে গ্রুপ সৃষ্টি করেছেন।

তৃণমূলের নেতাকর্মীরা পছন্দের নেতাদের অনুসারী হিসেবে কোন্দল-গ্রুপিং সৃষ্টি করে যুবলীগের রাজনীতি বাণিজ্যিক গন্ডির মধ্যে ঘুরপাক খাচ্ছে।

চট্টগ্রামে ক্ষমতাসীন দলের রাজনীতির মানচিত্রে যুবলীগ সুবিধাজনক অবস্থানে থাকায় নানা অপকর্মে জড়িয়ে পড়ছে নেতাকর্মীগন। মফস্বলের কতিপয় যুবলীগ নেতা আবার ইয়াবা ব্যবসায়ও জড়িত।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.