চন্দনাইশ মহিলা মাদ্রাসার ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন

0

সিটি নিউজ, চন্দনাইশঃঃ জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, বর্তমান সরকার শিক্ষার অগ্রগতির লক্ষ্যে প্রায় সবক’টি প্রতিষ্ঠানে ভবন নির্মাণ, আসবাবপত্র প্রদানসহ অবকাঠামো উন্নয়নে ব্যাপক কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় চন্দনাইশের পূর্ব জোয়ারা মহিলা দাখিল মাদ্রাসা ৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৪ তলা ভবন ভিত্তিপ্রস্থর উদ্বোধন করেন।

এসময় তিনি বলেন, জাতিকে শিক্ষিত করতে হলে শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন অত্যন্ত জরুরী। বিধায় সরকার এ ধরনের ভবন নির্মাণ করে যাচ্ছে।
আহ বুধবার (৭ নভেম্বর) বিকালে উপজেলার সদরস্থ পূর্ব জোয়ারা মহিলা দাখিল মাদ্রাসায় শিক্ষা প্রতিষ্ঠানের ভিত্তি প্রস্থর স্থাপনকালে প্রধান অতিথির বক্তব্যে উল্লেখিত কথাগুলো বলেছেন।

আবু ছালেহ মো. তছলিমের সঞ্চালনায় মাও. মো. মুহছেন শহীদ সিদ্দিকীর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন আলহাজ্ব ফেরদৌস ওয়াহীদ। বিশেষ অতিথি ছিলেন সৌদি আরব আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. মোজাম্মেল হক, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাস্টার আহছান উল্লাহ, চন্দনাইশ পৌরসভা আ.লীগের আহ্বায়ক কাইছার উদ্দিন চৌধুরী।

আলোচনায় অংশ নেন সিনিয়র শিক্ষক মো. ইকবাল হোসেন, কাজল কান্তি দে, মো. জামাল উদ্দিন, কবির আহমদ, রিজিয়া কাইছার চৌধুরীসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.