জামায়াত প্রার্থীদের বৈধতা নিয়ৈ হাইকোর্টে রিট 

0

সিটি নিউজ ডেস্কঃ ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর ২৫ নেতার প্রার্থীতা বৈধ করে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে।

আজ বুধবার (২৬ ডিসেম্বর) সকালে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তরিকত ফেডারেশনের মহাসচিব রেজাউল হক চাঁদপুরীর পক্ষে রিটটি দায়ের করেন আইনজীবী ব্যারিস্টার তানিয়া আমীর।

আবেদনটি আদালতে উপস্থাপনের পর বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ শুনানির জন্য আগামী (২৭ ডিসেম্বর) বৃহস্পতিবার দিন ঠিক করেছেন।

এর আগে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে যাওয়া ২৫ জামায়াত নেতার প্রার্থিতার বৈধতা নিয়ে নির্বাচন কমিশনে আবেদন করেন তরিকত ফেডারেশনের মহাসচিবসহ চার ব্যক্তি। সেই আবেদনে সাড়া না পেয়ে এ বিষয়ে হাইকোর্টে রিট দায়ের করেন তারা। ওই রিটের শুনানি নিয়ে হাইকোর্ট তিন দিনের মধ্যে বিষয়টি নিষ্পত্তি করতে নির্দেশ দেন ইসিকে।

তবে ইসি জানিয়েছে, এ বিষয়ে তাদের কিছু করার নেই। জামায়াত নেতাদের প্রার্থিতা বাতিল করার এখতিয়ার তাদের নেই। যার পরিপ্রেক্ষিতে এবার বিষয়টি নিয়ে ফের হাইকোর্টে আবেদন করা হয়েছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.