বলিউডকে চ্যালেঞ্জ নেপালি ফিল্ম ইন্ডাস্ট্রির

বিনোদন : বলিউডকে চ্যালেঞ্জ ছুড়ল নেপালি ফিল্ম ইন্ডাস্ট্রি। সপ্তাহব্যাপী নেপালের কাঠমান্ডুতে চলা ‘কালো পথি’ (কালো মুরগি) ছবির প্রদর্শনীতে দর্শকদের উপচেপড়া ভিড়ে এমনটাই মনে করছেন দেশটির ছবি নির্মাতারা।

নেপালে এক দশকেরও বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধের কাহিনীনির্ভর এ ছবিটি ৭২তম ভেনিস ফিল্ম ফেস্টিভালে সেরা ছবি হিসেবে বিবেচিত হয়।

এরপর থেকেই নেপালি ইন্ডাস্ট্রিতে আশার সঞ্চার হয়েছে। খবর এএফপির। গত কয়েক দশক ধরে ভারতের ছবিগুলোকে নকল করে গল্পে একটু পরিবর্তন এনে বাজারে ছেড়েছে নেপালি ফিল্ম নির্মাতারা। কিন্তু সম্প্রতি ভারতীয় ছবির হালে বিপর্যয় তৈরি হওয়ায় জীবনের বাস্তবতা নির্ভর ছবি তৈরির দিকে ঝুঁকে পড়েন নির্মাতারা। হিমালয়ের কোলঘেঁষা জাতিরা বিশ্বকে তাক লাগিয়ে দিতেও জানে তা প্রমাণ করেছেন ‘কালো পথি’ সিনেমার পরিচালক মিন বাহাদুর ভাম।

এ বিভাগের আরও খবর

Comments are closed.