বাংলাদেশ দল আজ আয়ারল্যান্ডের বিপক্ষে নামছে

0

স্পোর্টস ডেস্কঃ ত্রিদেশীয় সিরিজের ২য় ম্যাচে  আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ দল। সিরিজের ১ম ম্যাচে শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজে শুভ সূচনা করেছে বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ আজ স্বাগতিক আয়ারল্যান্ড। ডাবলিনের ম্যালাহাইডে বাংলাদেশ সময় বিকেল ৩.৪৫ মিনিটে শুরু হবে ম্যাচটি।

এ মাঠেই দুই বছর আগে সর্বশেষ দেখা হয়েছিল দুই দলের। ২০১৭ সালের ১৯ মে’র ওই ম্যাচে ৮ উইকেটে জিতেছিল বাংলাদেশ। দুই দেশের দ্বৈরথের ইতিহাসেও বাংলাদেশের জয়ের গল্প বেশি। বাংলাদেশ ও আয়ারল্যান্ডের ৯ বারের মুখোমুখি দেখায় ৬ বারই জিতেছে বাংলাদেশ।

নিজেদের পক্ষের এমন ইতিহাস নিয়েই আজ মাঠে নামবে টাইগার বাহিনী। তার ওপর মঙ্গলবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষের ৮ উইকেটের জয় মাশরাফি বিন মুর্তজাদের জোগাবে বাড়তি আত্মবিশ্বাস। দারুণ ফর্মে আছেন টপ অর্ডারের ব্যাটসম্যানরা। স্লগ ওভারে ক্যারিবীয়ানদের নিয়ন্ত্রণ করে বোলাররাও জানান দিয়েছেন নিজেদের সামর্থ্যের।

২০১০ সালের পর বাংলাদেশকে হারাতে পারেনি আইরিশরা। তার ওপর প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে বিশাল ব্যবধানে হেরে বেশ চাপেই আছে স্বাগতিকরা।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.