বিজিবি‘র মেডিক্যাল ক্যাম্প এবং বৃক্ষরোপণ অভিযান

0

শ্যামল রুদ্র, রামগড় :: রামগড় এলাকায় বসবাসরত দরিদ্র জনগোষ্ঠীর আর্থসামাজিক অবস্থার উন্নয়নে গৃহীত নানা কর্মসূচীর পাশাপাশি ৪৩, বিজিবি এখানে বসবাসরত দরিদ্রদের কল্যাণে চিকিৎসা সেবার হাত বাড়িয়ে দিয়েছেন, আর্ত মানবতার সেবায় এগিয়ে এসেছেন তাঁরা।

রামগড় প্রত্যন্ত এলাকার গরিব জনগোষ্ঠীর চিকিৎসা সেবা নিশ্চিত করতে সদু কারবারি পাড়া প্রাথমিক বিদ্যালয়ে ১৯ জুলাই বৃহস্পতিবার মেডিক্যাল ক্যাম্প স্থাপন করেন। ওই সময় ৫০৭ জন পাহাড়ি-বাঙ্গালিকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়।

মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন করেন গুইমারা সেনা রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রকিব উদ্দিন খান, পিএসসি।

এ সময় তিনি বৃক্ষরোপন অভিযান ২০১৮ এর অংশ হিসেবে মেডিক্যাল ক্যাম্পে আগত স্থানীয় জনসাধারণদের মাঝে বিভিন্ন প্রকার ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করেন। অনুষ্ঠানে রামগড় ৪৩, বিজিবি জোনের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ নুরুজ্জামান, জি এবং জোন উপ অধিনায়ক মেজর মো. হুমায়ুন কবীর উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.