বোয়ালখালীর জ্যৈষ্ঠপুরায় পাহাড়ি ঢলে হুমকির মুখে জনবসতি

0

বোয়ালখালী প্রতিনিধি :: বোয়ালখালী উপজেলার জ্যৈষ্ঠপুরায় টানা দুইদিনের ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে ভয়ঙ্কর রূপ নিয়েছে ভান্ডালজুড়ি খাল। পাহাড়ি ঢলের কারণে ভান্ডালজুড়ি খালের পানি প্রবাহ বৃদ্ধি পাওয়ায় ভাঙনের মুখে পড়েছে শতাধিক বসতবাড়ি।

পাহাড়ি ঢলে জ্যৈষ্ঠপুরা-সরফভাটা সড়কের বেইলি সেতু ভেঙে জ্যৈষ্ঠপুরা গুচ্চগ্রামসহ বেশ কয়েকটি গ্রামের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বেইলি সেতুর পাশে স্থানীয় সরকার বিভাগের অর্থায়নে প্রায়  আড়াই কোটি টাকায় নব নির্মিত সড়ক সেতুটিও ঝুঁকির মুখে পড়েছে। ভান্ডালজুরি খাল পাড়ের বসতিগুলো হুমকির মুখে পড়েছে।

স্থানীয় জাতীয় পুরুস্কার প্রাপ্ত লেবু চাষী মো. মোজাম্মেল হক বকুল জানান,  সোমবার সন্ধ্যা থেকে ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে ভান্ডালজুড়ি খাল আগ্রাসী হয়ে ওঠেছে। খালে দুপাশের ফসলি জমি ও গাছ পালা ভেঙে পড়তে থাকে। মঙ্গলবার দুপুরে হঠাৎ বেইলি সেতুটি পানির তোড়ে ভেসে গিয়ে নব নির্মিত সেতুর সাথে লেগে দুমড়ে মুচড়ে যায়। ফলে জ্যৈষ্ঠপুরাসহ গুচ্ছগ্রামসহ বেশকয়েকটি এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

বোয়ালখালীর জ্যৈষ্ঠপুরায় পাহাড়ি ঢলে হুমকির মুখে জনবসতি

বোয়ালখালী উপজেলা প্রকৌশলী সুজিত কান্তি মজুমদার বলেন, ভান্ডালজুরি খালের সড়কের উপর নির্মিত ব্রিজের এপ্রোসের কাজ শেষ পর্যায়ে। কয়েকদিনের মধ্যে এ সড়ক চলাচলের জন্য খুলে দেয়া হতো। কিন্তু টানা বর্ষণ ও পানির প্রবল স্রোতে বেইলি সেতুটি ভেঙে গেছে। নব নির্মিত সেতুর সংযোগ সড়কও ক্ষতিগ্রস্থ হয়েছে।

নবনির্মিত সেতুর দায়িত্বে থাকা উপজেলা সহকারি প্রকৌশলী মো. ফারুক হোসেন জানান, বিরূপ আবহাওয়ার কারণে বেইলি সেতুটি এই মুর্হুতে সরিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না। পানির স্্েরাত একটু কমলে দ্রুত ক্রেন দিয়ে তা সরিয়ে নেয়া হবে।

শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মোকারম জানান, পাহাড়ি ঢলে ভান্ডালজুড়ি খালের ভাঙন অব্যাহত রয়েছে। ভাঙনের মুখে রয়েছে শতাধিক পরিবারের বসত ঘর। বৃষ্টি কমলে বিচ্ছিন্ন হয়ে পড়া সড়ক মেরামতের কাজ শুরু করা হবে বলে জানান তিনি।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.