মানবপাচার প্রতিরোধে সকলকে সচেতন হওয়ার আহ্বান

0

শহিদুল ইসলাম উখিয়া (কক্সবাজার):  মানবপাচার প্রতিরোধে সকলকে সচেতন হওয়ার আহবান জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ন সচিব (প্রশাসন,জননিরাপত্তা বিভাগ) ড.মো: জাহাংগীর আলম বলেছেন,মানব পাচার একটি মারাত্নক ব্যাধি।যা পারিবারিক, সামাজিক,রাষ্ট্রীয়ভাবে ব্যাপক ক্ষতিকর বলে মন্তব্য করেছেন।

আজ রবিবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১২ টায় উখিয়ার থাইংখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে পালংখালী ইউনিয়ন পরিষদ মানবপাচার প্রতিরোধ কমিটির এক সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত মন্তব্য করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ন সচিব ড.মো: জাহাংগীর আলম।

তিনি আরো বলেছেন মানবপাচার একটি পরিবারের স্বপ্ন চুরমার করে দেয়।অনেকেই স্বজন হারাও হয়।সরকার মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠিন আইন কার্যকর করেছে।ইউনিয়ন পরিষদ থেকে জাতীয় পর্যায়ে প্রতিরোধ কমিটি গঠন করেছে।তাতে জনপ্রতিনিধি সহ নানা পেশার মানুষকে সম্পৃক্ত করেছে।জাতীয় ভাবে মানব পাচাররোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ব্যাপক পরিকল্পনা বাস্তবায়ন করছে।তাই সকল শ্রেনী-পেশার মানুষকে মানব পাচার প্রতিরোধে আরো সচেতন হওয়ার আহবান জানান।

পালংখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম.গফুর উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও ইউপি সচিব আবু সুফিয়ানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শেখ মোহাম্মদ নাজমুল ইসলাম,পালংখালী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি এমএ মনজুর,পালংখালী ইউপির প্যানেল চেয়ারম্যান নুরুল আবছার চৌধুরী, মোজাফফর আহমদ মেম্বার, মানব পাচার প্রতিরোধ কমিটির সদস্য সাংবাদিক শ.ম.গফুর প্রমুখ।এসময় ইউনিয়ন পরিষদের সদস্য -সদস্যা, শিক্ষক,ইমাম,কাজী,সুশীল সমাজ, গ্রাম পুলিশ সহ নানা পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.