মেধার সাথে মূল্যবোধ ও দেশাত্ববোধ থাকতে হবে -তথ্য মন্ত্রী

0

সিটি নিউজ,চট্টগ্রাম :  বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং সরকারের তথ্য মন্ত্রী পরিবেশবিদ ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশ উন্নত বিশ্বের তালিকায় আশীন হতে এগিয়ে যাচ্ছে। আমাদের উন্নত রাষ্ট্র গঠনের পাশাপাশি উন্নত জাতি গঠন করতে হবে। থাকতে হবে মমত্ববোধ, মূল্যবোধ ও দেশাত্ববোধের সমন্বয়।

বৃহস্পতিবার ১৪ মার্চ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী রসায়ন বিভাগের গৌরবের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে দুই দিনব্যাপী সুবর্ণজয়ন্তী উদ্বোধন দিনে প্রধান অতিথির বক্তৃৃতা করছিলেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপার্চায প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী অনুষ্ঠানের উদ্বোধন করেন । এ সময় বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. আব্দুল মান্নান, চবি উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীন আখতার, পিকেএসএফ এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রাক্তণ মূখ্যসচিব মো. আব্দুল করিম, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ শফিউল আলম উপস্থিত ছিলেন।

রসায়ন বিভাগের আ্যালামনাই ও সরকারের তথ্য মন্ত্রী বলেন, আয়তনের দিক থেকে দেশে শীর্ষ বিশ্ববিদ্যালয় ,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় । প্রাকৃতিক পরিবেশ মন্ডিত বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য রক্ষা করে এর যেকোন উন্নয়ন কাজ করতে হবে। মন্ত্রী বলেন, গবেষণার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি হওয়া সম্ভব। বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা ভালো, এখানে কোন সেশন জট নেই। এজন্য বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে আমি স্বাগত জানাই।

ছাত্র রাজনীতির কথা তুলে ধরে মন্ত্রী বলেন, নেতৃত্ব বিকাশের জন্য ছাত্র-সংসদের বিকল্প নেই। নেতৃত্ব বিকাশে ছাত্র-সংসদ সহায়ক। ছাত্র-সংসদ নেতা তৈরীর কারখানা। বাংলাদেশের উন্নয়নের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, বাংলাদেশ সব সূচকে এগিয়েছে। বর্তমানে মাথাপিছু আয় ১৮শ ডলার , রপ্তানী আয় ৪০ বিলিয়ন ডলার। বাংলাদেশের উন্নয়ন এখন পাকিস্তানকেও ছাড়িয়ে গেছে।

বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের কথা তুলে ধরে উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শেখ হাসিনা হল, বঙ্গবন্ধু হল, বঙ্গমাতা হলসহ দেশের সর্ব বৃহৎ বঙ্গবন্ধু হাইটেক পার্ক নির্মাণ হচ্ছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.