রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প পরিদর্শনে রিসার্ড অল ব্রাইট

0

সিটি নিউজ, উখিয়া (কক্সবাজার)::  কক্সবাজারের উখিয়ার কুতুপালং শরনার্থী ক্যাম্প ও নাইক্ষ্যছড়ি উপজেলার ঘুমধুম ট্রানজিট ক্যাম্প পরিদর্শন করেন যুক্তরাষ্ট্রের শরনার্থী ও প্রত্যাবাসন বিষয়ক উপ সহকারী মন্ত্রী রিসার্ড অল ব্রাইট।

আজ রবিবার (১১ নভেম্বর) দুপুর ১২টায় ক্যাম্প পরিদর্শনের পর সাংবাদিকদের তিনি বলেন, মিয়ানমারে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য এখন ও সহায়ক পরিবেশ সৃষ্টি হয়নি। তাই যুক্তরাষ্ট্র সরকার রোহিঙ্গাদের প্রত্যাবাসন স্বেচ্ছায় এবং নিরাপদ করতে সকল সহযোগীততা করবে।

বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন খাতে সহায়তা করতে যুক্তরাষ্ট্রেরর সাহায্যকারী সংস্হা ইউএস এইড নিয়মিত কাজ করে যাচ্ছে। এর অাগে ট্রানজিট ক্যাম্পে ৫ জন পুরুষ ও ৫ মহিলার সাথে বিভিন্ন বিষয়ের উপর জানতে যান যুক্তরাষ্ট্রের শরনার্থী ও প্রত্যবাসন বিষয়ক উপ সহকারী মন্ত্রী রিসার্ড অল ব্রাইট ।

এ সময় তারা মিয়ানমারের সামরিক জান্তার নির্যাতনে এদেশে পালিয়ে অাসেন। তাঁদের অাত্নীয় স্বজন মারা যান। পরে তিনি উখিয়ার কুতুপালং শরনার্থী ক্যাম্প ও ঘুমধুম ট্রানজিট ক্যাম্প পরির্দশন শেষে দুপুর তিনটার দিকে ঢাকার উদ্দ্যেশ্য ককসবাজার ত্যাগ করেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.