শিশুটি ঝুলছিলো, বাঁচালেন ‘স্পাইডারম্যান’ ভিডিও – ctnews

0
সোমবার সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, সাহসী কাজের স্বীকৃতিস্বরূপ গাসামা ফ্রান্সের নাগরিকত্ব ও গোল্ড মেডেল পেয়েছেন। এছাড়া দেশটির ফায়ার সার্ভিস বাহিনীতে নিযুক্ত হয়েছেন।

প্যারিসের মেয়র আন্নে হিডালগো রোববার এক টুইটে  গাসামাকে  ‘এইটিনথ’র স্পাইডারম্যান’ বলে অভিহিত করেছেন। নগরীর যে অংশে এই ঘটনাটি ঘটেছে তা ‘এইটিনথ’ নামে পরিচিত।

শনিবার প্যারিসের উত্তরাঞ্চলীয় এলাকার ওই ভবনের ব্যালকনিতে ঝুলছিল একটি শিশু। ওই সময় ভবনটির নিচে থাকা গাসসামা শিশুটিকে উদ্ধারে খালি হাতে একের পর এক ব্যালকনি টপকে পাঁচতলায় উঠে যান। একই সময় পাশের ফ্ল্যাটের অন্য এক ব্যক্তি শিশুটির হাত ধরে রাখার চেষ্টা করছিলেন। গাসসামা ব্যালকনিতে পৌঁছে শিশুটির আরেক হাত ধরে ফেলেন এবং নিরাপদে তাকে তোলেন

 

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.