সংরক্ষিত মহিলা আসনের তফসিল ১৭ ফেব্রুয়ারি

0

সিটি নিউজ ডেস্কঃ  নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, সংসদের সংরক্ষিত মহিলা আসনে কবে ভোট, তা আগামী ১৭ ফেব্রুয়ারি তফসিল ঘোষণা করা হবে।

আজ সোমবার (১৪ জানুয়ারী) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের কাছে তিনি এ তথ্য জানান।

সংবিধান অনুযায়ী ৩৫০ জন সংসদ সদস্য নিয়ে জাতীয় সংসদ গঠিত হয়। সরাসরি নির্বাচনের মাধ্যমে ৩০০ জন এবং সংসদের আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে ৫০ জন সংরক্ষিত নারী সংসদ সদস্য নির্বাচিত হন।

২০১১ সালে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংরক্ষিত নারী আসনের সংখ্যা ৪৫ থেকে বাড়িয়ে ৫০ করা হয়।

তবে ওই সময় নারী আসনের মেয়াদ বাড়ানো হয়নি। ফলে এখন সংরক্ষিত নারী সংসদ সদস্যের মেয়াদ আছে ২০১৯ সালের ২৪ জানুয়ারি পর্যন্ত।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.