অদক্ষ শ্রমিকদের বেতন ৮ হাজার টাকা

0

সিটি নিউজ ডেস্কঃ বাংলাদেশ সরকার তৈরি পোশাক কারখানা শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৮ হাজার টাকা হারে গেজেট প্রকাশ করেছে ।

গেজেটে অদক্ষ শ্রমিকদের সর্বনিম্ন মাসিক বেতন নির্ধারণ করা হয়েছে ৮ হাজার টাকা। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, চতুর্থ গ্রেড অর্থাৎ পিয়ন, কুক, দারোয়ান, সুইপারসহ মোট ১৫টি পদের শ্রমিকদের সর্বনিম্ন মাসিক বেতন ধরা হয়েছে সর্বসাকুল্যে ৮ হাজার ৩৭৫ টাকা। আর প্যাটার্ন মাস্টার, চিফ কোয়ালিটি, চিফ কাটিং ও চিফ মেকানিক পদের বেতন ১৭ হাজার ৫১০ টাকা।

এছাড়া এ বেতন কাঠামোতে রয়েছে আরো ৭টি গ্রেড। এর মধ্যে শিক্ষানবিশ শ্রমিকদের জন্য সর্বসাকুল্যে ধরা হয়েছে ৫ হাজার ৯৭৫ টাকা।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.