অবিরাম বৃষ্টিতে চন্দনাইশের নিম্নাঞ্চল প্লাবিত

0

নিজস্ব সংবাদদাতা, চন্দনাইশ : অবিরাম বৃষ্টিতে এবং পাহাড়ি ঢলে চন্দনাইশে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে। সোমবার ২৪ জুলাই চন্দনাইশ পৌরসভার জিহস ফকির পাড়া এলাকায় বরুমতি খালের ভাঙ্গনের ফলে পৌরসভার নয়াহাট, বড়পাড়া, হারলা, জিহস ফকির পাড়া, দক্ষিণ গাছবাড়িয়া, নাথপাড়া, সাহিত্যিকপাড়া, ফকির পাড়াসহ বিভিন্ন এলাকা প্লাবিত হয়ে পড়ে।

বৃষ্টিতে দক্ষিণ গাছবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, গাছবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনে, মাঠে হাটু ও কোমড় পরিমাণ পানি হওয়ায় বিদ্যালয়ের কার্যক্রম সম্পূর্ণ বন্ধ থাকে। তাছাড়া বিদ্যালয়ের আসবাবপত্র, শিক্ষাসামগ্রী, শিক্ষা উপকরণসহ বিভিন্ন সামগ্রী পানিতে তলিয়ে গিয়ে ব্যাপক ক্ষতি সাধন হয়।

অপরদিকে নয়াহাট এলাকায় কোমড় পরিমাণ পানি সড়কের উপর দিয়ে প্রবাহিত হয়। এ সময় নয়াহাটের শতাধিক দোকানে পাহাড়ি ঢলের পানি ঢোকে মালামালের ব্যাপক ক্ষতি সাধন হয়। একইভাবে এ সকল এলাকায় বসতবাড়িতে পানি প্রবেশ করে এবং আশে-পাশে মৎস্য প্রজেক্ট প্লাবিত হয়ে ক্ষতির স্বীকার হয়েছে মৎস্য চাষীরা ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.