অবিশ্বাস্য এবং অমানবিক ক্যাচ দেখলো বিপিএল

0

সাকিবের দল ঢাকা ডাইনামাইটসের দেয়া ১৮৪ রানের লক্ষ্যে ব্যাট করছে মাশরাফির রংপুর রাইডার্স। বিপিএল এর বাড়তি আকর্ষণ টিটুয়েন্টি স্পেশালিষ্ট ক্রিস গেইল। খেলছেন রংপুরের হয়ে।

ব্যাটিংয়ে নেমেই ক্রিস গেইল এর তান্ডব শুরু হয় ৩য় ওভারে। শুভাগত হোমের প্রথম বল উড়িয়ে মারেন বাউন্ডারি তে। সবেমাত্র সকল দর্শক একটু নড়েচড়ে বসেছেন তান্ডবের অপেক্ষায়। ২য় বলেই হোমের চমক এলবিডাব্লিউ ক্রিস গেইল। রিভিউ নিলেন সাথে সাথেই। দেখা গেল উইকেট মিসিং। স্বস্তি এল দর্শক শিবিরে।

ওভারের ৩য় বল ইতিহাস হয়ে রইল বিপিএল তথা টিটুয়েন্টি ক্রিকেটের সকল আসরের। হোমের বল সামনে এগিয়ে এসে তুলে দিলেন সোজাসুজি আম্পায়ারের মাথার উপর দিয়ে। নিশ্চিত ৬ বাঁচিয়ে দিলেন আন্দ্রে রাসেল। রাসেল পড়ে যাওয়ার আগে বল কে যখন মাঠের দিকে ঠেলে দিলেন তখনই সেটা অনায়াসে লুফে নিলেন আরেক ক্যারিবিয়ান কাইরন পোলার্ড।

ঢাকার সমর্থকদের আনন্দের চেয়েও পুরো ক্রিকেট দর্শক সাক্ষী হয়ে রইল একটা ইতিহাসের। দৃষ্টিনন্দন ক্রিকেট বোধহয় একেই বলে।

বিপিএলের আজকের ম্যাচে মুখোমুখি ঢাকা ডিনামাইটস এবং রংপুর রাইডার্স। প্রথমে ব্যাট করে ঢাকার সংগ্রহ ২০ ওভারে ১৮৩/৪। পোলার্ড সর্বোচ্চ ২৬ বলে ৫ টি ৪ এবং ৪ টি ৬ এর সাহায্যে করেন ৬২ রান। অধিনায়ক সাকিবের ব্যাট থেকে আসে ৩৭ বলে ৩৬ রান।

রংপুরের হয়ে অধিনায়ক মাশরাফি ১ টি, শফিউল ৩ টি এবং গাজি ও হাওয়েল পান ২ টি করে উইকেট।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.