আওরঙ্গজেব চৌধুরী নতুন নৌ প্রধান

0

সিটি নিউজ ডেস্কঃ রিয়ার অ্যাডমিরাল আবু মোজাফফর মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব চৌধুরীকে নৌবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।

আজ রবিবার (২০ জানুয়ারি) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই নিয়োগের কথা জানানো হয়। তিনি সর্বশেষ কোস্ট গার্ডের মহাপরিচালকের দায়িত্ব পালন করছিলেন।

বর্তমান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নিজামউদ্দিন আহমেদের স্থলাভিষিক্ত হচ্ছেন নতুন প্রধান আওরঙ্গজেব চৌধুরী। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এস এম আবুল কালাম আজাদের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, ‘রিয়ার অ্যাডমিরাল আবু মোজাফফর মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব চৌধুরীকে আগামী ২৬ জানুয়ারি (২০১৯) অপরাহ্ন থেকে ভাইস অ্যাডমিরাল পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

ওই সময় থেকে প্রতিরক্ষা বাহিনীগুলোর প্রধানদের (নিয়োগ, বেতন, ভাতা এবং অন্যান্য সুবিধা) আইন (২০১৮) অনুযায়ী আগামী ২০২০ সালের ২৫ জুলাই অপরাহ্ন পর্যন্ত এক বছর ছয় মাসের জন্য বাংলাদেশ নৌবাহিনী প্রধান পদে নিয়োগ প্রদান করা হলো।’

একইসাথে, আরেকটি প্রজ্ঞাপনে অ্যাডমিরাল নিজামউদ্দিনের অবসরোত্তর ছুটি মঞ্জুরের কথা জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.