আগামীতে দেশে কোন গরীব খুঁজে পাওয়া যাবে নাঃ মেয়র

0

কারেন্ট টাইমসঃ নাসিরাবাদস্থ চট্টগ্রাম ন্যাশনাল পাবলিক স্কুল মাঠে সমাজসেবক রিপন ও যুবলীগ নেতা মো তাজউদ্দিনের ব্যক্তিগত উদ্যোগে মেধাবী ১’শ জন শিক্ষার্থীকে শিক্ষা সামগ্রী ও ২’শ জন অস্বচ্ছল মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

আজ রবিবার (২৭ জানুয়ারী) বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে  সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত সামগ্রী ও কম্বল বিতরণ করেন।

অনুষ্ঠানে মেয়র বলেন, বর্তমান সরকার নতুন অঙ্গীকার বাস্তবায়নে নিরলস কাজ শুরু করেছে। চলমান উন্নয়ন প্রকল্প নির্ধারিত সময়ে সম্পন্নের পাশাপাশি দেশে ওয়েল ফেয়ার সোসাইটি বাস্তবায়ন করার পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে। উন্নত বিশ্বে বয়স্ক ভাতা, গরীব মেধাবীদের বৃত্তি প্রদানসহ নাগরিকের নানামুখী সুযোগ সুবিধা সরকার প্রদানের ব্যবস্থা করে।

সেসব দেশগুলোতে ওয়েলফেয়ার সোসাইটি গড়ে তুলেছে সরকার। আমাদের দেশেও ধীরে ধীরে ওয়েলফেয়ার সোসাইটি বিনির্মাণে কাজ করে যাচ্ছে সরকার। মানুষের জীবন যাত্রার মান এখন অনেক এগিয়ে। নাগরিকের জীবন মান উন্নয়নে সরকারের গৃহিত পদক্ষেপ বাস্তবায়িত আগামী কয়েক বছর পর দেশে কোন গরীব খুঁজে পাওয়া যাবে না। জনগণের ভোটে নির্বাচিত এই সরকার জনগণের উন্নত জীবন বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাউন্সিলর মোরশেদ আলম, কেন্দ্রীয় যুবলীগ সাবেক সদস্য আবদুল মান্নান ফেরদৌস,ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মো আসাদ সর্দার, সংরক্ষিত কাউন্সিলর জেসমিন পারভীন জেসি,নগর যুবলীগ নেতা ওয়াহিদুল আলম শিমুল প্রমুখ বক্তব্য রাখেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.