“আগামী নির্বাচনে দেশবাসী অশুভ শাক্তিকে বয়কট করবে”

0

চট্টগ্রাম : সমাজ সেবক রাজনীতিবিদ আলহাজ্ব ফরিদ মাহমুদ বলেছেন, আগামী নির্বাচনে দেশবাসী অশুভ শক্তিকে বয়কট করবে। স্বাধীনতা পরাজিত শক্তি দীর্ঘদিন ধরে দেশে ধর্মভিত্তিক রাজনীতি করতে গিয়ে কুখ্যাত রাজাকার, আলবদর, আলসামস্, যুদ্ধাপরাধীদের রাজনৈতিক ভাবে প্রতিষ্ঠিত করে এমপি, মন্ত্রী বানিয়েছেন। তারা দেশে বোমা হামলা, জঙ্গী হামলা, সন্ত্রাসবাদ, লুটপাট, অগ্নিসংযোগ, সংখ্যালঘুদের নির্যাতন করেছেন। ৭৫ এর ১৫ই আগস্ট যারা বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করেছিল তাদের উত্তরসূরিরা ২০০৪ সালে ১৭ই আগস্ট ৬৪টি জেলায় একযোগে বোমা হামলা এবং ২১শে আগস্ট শক্তিশালী গ্রেনেড ও বোমা হামলা করে জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছে। তাদের স্বপ্ন ছিল বঙ্গবন্ধুর পরিবারকে নিঃস্ব করা, আওয়ামী লীগকে নেতৃত্ব শূণ্য করা।

কিন্তু এ দেশের জনগণ তা হতে দেয়নি। চট্টগ্রাম ১০ সংসদীয় আসনে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনকালে পূজার্থী ও স্থানীয় জনতার উদ্দ্যেশে বক্তব্যকালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। জনাব ফরিদ মাহমুদ টাইগার পাস রেলওয়ে কলোনী (বটতলা) মাতৃসমা সংঘ পূজা মন্ডপ, টাইগার পাস রেলওয়ে হাসপাতাল কলোনী পূজা মন্ডপ পরিষদ, উত্তর আগ্রাবাদ শান্তিবাগ পূজা মন্ডপ, হাজার দীঘির পাড় পূজা মন্ডপ, আকবর শাহ মাস্টার লাইন পূজা মন্ডপ, সবুজ বাগ আবাসিক এলাকায় পূজা মন্ডপ গুলো পরিদর্শন করেন।

এই সময় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আকবর শাহ থানার সাধারণ সম্পাদক দীপক দাশ, সাংগঠনিক সম্পাদক সুমন কান্তি নাথ, টাইগার পাস রেলওয়ে কলোনী বটতলা পূজা মন্ডপ এর সভাপতি বাবু অমেল চৌধুরী জনি, সাধারণ সম্পাদক বাবু দীপক দাশ, টাইগার পাস রেলওয়ে হাসপাতাল কলোনী পূজা মন্ডপ এর সভাপতি বাবু সুবল চন্দ্র দাশ, সাধারণ সম্পাদক প্রদীপ চন্দ্র দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক জীবন চন্দ্র দাশ, হাজার দীঘি জুয়েল ক্লাব পূজা মন্ডপ এর সভাপতি জোসেফ বৈদ্য মুন্না, সাধারণ সম্পাদক অভি বৈদ্য, আকবর শাহ মাস্টার লেইন শ্যামা পূজা মন্ডপ এর সভাপতি বাপ্পি দাশ, সাধারণ সম্পাদক সমর দাশ, করুণাময়ি কালি বাড়ি পূজা মন্ডপ সভাপতি দেবব্রত মজুমদার, সাধারণ সম্পাদক সুজন মজুমদার, রনি শীল, টিটন শীল, প্রিতম শীল, শ্রী শ্রী দুর্গা মন্দির পরিষদ পূজা মন্ডপ সভাপতি রুপন শীল, সহ সভাপতি সাজু দাশ, সাধারণ সম্পাদক প্রদীপ শীল।

এ সময় আলহাজ্ব ফরিদ মাহমুদের সাথে বিভিন্ন পূজা মন্ডপে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগ সদস্য শেখ নাছির আহমেদ, দেলোয়ার হোসেন দেলু, যুবনেতা মোহাম্মদ সেলিম উদ্দিন, কামরুল ইসলাম, মুজিবুর রহমান মুজিব, জহির উদ্দিন সুমন, মঞ্জুরুল আলম রিমু, আনিসুর রহমান মামুন, শহিদুল্লাহ কায়সার, ছাত্রনেতা শহিদুল ইসলাম শহিদ, যুব নেতা ইয়াসিন ভূইয়া, মোহাম্মদ নুরুজ্জামান, মোহাম্মদ দিদারুল ইসলাম, শাহেদুল ইসলাম শাহেদ, মোহাম্মদ হাসান আলী প্রমুখ।

পূজা মন্ডপ গুলোতে পরিদর্শন স্থলগুলোতে পৌছঁলে প্রতিটি মন্ডপ কমিটির নেতৃবৃন্দ সম্মনিত অতিথিদের অভ্যর্থনা জানান, পুস্প ছিটিয়ে এবং ফুল দিয়ে বরণ করে নেন। ফরিদ মাহমুদ এ সময় সনাতনী সম্প্রদায়ের ভাইবোনদের প্রতি কুশল বিনিময় করেন এবং শারদ শুভেচ্ছা জানান।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.