আগুনে পুড়ে শেষ হলো বাঁশখালী স্পেশাল সার্ভিস!

0

বাঁশখালী প্রতিনিধিঃ  বাঁশখালীতে বাসে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। উপজেলার পুইছড়ি প্রেমবাজার প্রধানসড়ক সংলগ্ন বাসস্টেশনে বাঁশখালী-চট্টগ্রাম যাত্রীবাহী বাঁশখালী স্পেশাল সার্ভিসের একটি বাস (চট্টমেট্রো-জ ০৫-০২৬৪) গাড়ীর গ্যাসের আগুনে পুড়ে যায়।

আজ সোমবার (১৪ জানুয়ারী) সকাল সাড়ে ৬টায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় বাসটি পুড়ে অঙ্গার হয়ে যায়।

চট্টগ্রাম শহরের উদ্দ্যেশ্যে প্রতিদিনকার মতো বাঁশখালী ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল ওই বাসের চালক। টইটং থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে বাসটি প্রেমবাজার বাস স্টান্ডে এসে থামলে পুনরায় গাড়ি স্টার্ট দেওয়ার সময় গ্যাসের ট্যাঙ্কের সাথে শর্ট-সার্টকিটে আগুন লেগে যায়। যাত্রীবিহীন হওয়ার কারণে এতে প্রানহানীর মতো কোন ঘটনা ঘটেনি।

এ বিষয়ে জানতে চাইলে ওই বাসের চালক স্বপন জানান, গাড়িটি স্টার্ট দেওয়ার সময় গ্যাসের ট্যাঙ্কের সাথে হঠাৎ আগুন ধরে যায়। দু’তিন মিনিটের মধ্যে পুরো বাসে আগুন ধরে চারিদিকে ছড়িয়ে পড়ে।

ঘটনাস্থলে সারাধণ জানগণ আগুন নিয়ন্ত্রণে আনতে না পারলে বাঁশখালী ফায়ার সার্ভিসকে বিষটি জানালে তারা দ্রুত ঘটনাস্থলে চলে আসেন।

বাঁশখালী ফায়ার সার্ভিস কর্মকর্তা আব্দুর রহিম জানান, ঘটনা সংঘটিত হওয়ার ১৫ মিনিট পর খবর পেলে আমার টিম দ্রুত ঘটনাস্থলে পৌছে সম্পূর্ণ আগুন নিয়ন্ত্রনে আনেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.