আমাবাগানে বোধনের বসন্ত উৎসব 

0

কারেন্ট টাইমসঃ আজি নূতন রতনে ভূষনে যতনে প্রকৃতি সখীরে সাজিয়ে দাও…. ফাগুনের মোহনায় মন মাতানো মহুয়ায় রঙিলা বেহুর নেশা কোন আকাশে নিয়ে যায়….ফুল ফুটুক আর নাই ফুটুক আজ বসন্ত….ও ও মঞ্জরী, ও মঞ্জরী আমের মঞ্জরী….এমনি অনেক বসন্তের গীতে ঋতুরাজ বসন্তকে বরণ করেছে বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম। এবারের উৎসব উৎসর্গ করা হয়েছে বোধন আবৃত্তি স্কুল চট্টগ্রাম এর সাবেক অধ্যক্ষ বরেণ্য আবৃত্তিশিল্পী রণজিৎ রক্ষিতের স্মরণে।

আজ বুধবার পহেলা ফাগুন (১৩ ফেব্রুয়ারী) নগরীর আমবাগান সংলগ্ন রেলওয়ে জাদুঘর শেখ রাসেল উদ্যানে বর্ণাঢ্য পরিসরে “নিবিড় অন্তরতর বসন্ত এল প্রাণে” বসন্ত উৎসব ১৪২৫” এ কবিতা, গান ও নৃত্যে মাতিয়ে রাখেন শিল্পীরা।

উৎসবের আনুষ্ঠানিকতার শুরুতে বসন্ত উৎসবের আহবায়ক ও বোধন আবৃত্তি পরিষদের স্থায়ী পরিষদের মুখ্য সমন্বয়ক সোহেল আনোয়ারের আবৃত্তি পরিবেশনের মধ্য দিয়ে। এরপর বিশিষ্ট সংগীতশিল্পী কাবেরী সেনগুপ্তার পরিচালনায় সংগীত ভবনের শিল্পীরা দলীয় সংগীতে বসন্তের পাখা মেলতে থাকে।

এরপর শিল্পী প্রিয়তোষ বড়ুয়ার পরিচালনায় অর্কেস্ট্রা পরিবেশন করেন ভায়োলেনিষ্ট চিটাগং এর শিল্পীরা। এরপর কখনো গানে, কখনো নৃত্যে বসন্ত উৎসব আনন্দের পরিধি বাড়তে থাকে। শিল্পী ডাঃ অনিন্দিতা চৌধুরী, অনুপম দেবনাথ পাভেল, বৈশাখী নাথ, তাসপিয়া হাসান, রিয়া দাশ, প্রিয়া ভৌমিক, নৈঋতা মন্ডল।

এরপর বিকেল অধিবেশনে সংগীত পরিবেশনায় ছিলেন রিষু তালুকদার, সঞ্জয় পাল, অজান্তা দাশ টুম্পা, কাবেরী সেন, সুমিত্রা বিশ্বাস, প্রিয়াংকা দাশ, শুভ দাশ এবং বন্দর ব্যান্ড এর পরিবেশনা। দলীয় নৃত্যে মঞ্চ মাতিয়ে রাখেন নৃত্যরূপ একাডেমী, নৃত্য নিকেতন, দীপ শিখা, নৃত্যনন্দন।দলীয় সংগীত পরিবেশনায় ছিলো বাগীশ্বরী সংগীতালয়, সুরপঞ্চমী সংগীত একাডেমী। আবৃত্তি করেন সুবর্ণা চৌধুরী, হাসান জাহাঙ্গীর, দেবাশীষ দাশ ও অনুপম শীল।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.