ইলেকট্রিক স্কুটার নিয়ে এলো ভেসপা

0

তথ্য ও প্রযুক্তি, সিটি নিউজ :: বাজারে প্রথমবারের মতো ইলেকট্রিক স্কুটার আনলো ভেসপা। আগামী অক্টোবরে ইউরোপের বাজারে স্কুটারটি পাওয়া যাবে। ২০১৯ সালের শুরুতে যুক্তরাষ্ট্র ও এশিয়ার বাজারে স্কুটারটি মিলবে।

এ স্কুটারটি বাজারে নিয়ে আনার জন্য দীর্ঘদিন করে কাজ করে যাচ্ছে ভেসপা। শোনা যাচ্ছে আগামী মাস থেকে এটি বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু হবে। ভেসপার মূল প্রতিষ্ঠান পিয়াজিও নতুন ইলেকট্রিক স্কুটারের দাম এখনো প্রকাশ করেনি।

তবে ধারণা করা হচ্ছে, এর দাম খানিকটা চড়া হবে। ভেসপার হাইএন্ড মডেলের মতই এর মূল্য হবে। ভেসপার নতুন এই ইলেকট্রিক বাইক এক চার্জে চলবে ১০০ কিলোমিটার। ভেসপার ৫০ সিসির স্কুটারের চেয়েও এর পারফরমেন্স ভালো হবে।

আর সম্পূর্ণ চার্জ নিতে চার ঘণ্টা সময় নেবে। এর ব্যাটারি এক হাজারবার চার্জ দেওয়া যাবে। ভেসপা দাবি করছে তাদের ইলেকট্রিক স্কুটারের ব্যাটারি ১০ বছর একটানা সার্ভিস দেবে।

ইলেকট্রিক ভেসপায় বেশ কয়েকটি রাইডিং মোড থাকবে। এর ইকো মোডে টপস্পিড পাওয়া যাবে ঘণ্টায় ৩০ কিলোমিটার।

পিয়াজিও শিগগিরই ইলেকট্রিক এক্স নামে আরেকটি ই-বাইক বাজারে ছাড়ার পরিকল্পনা নিয়েছে। যেটি এক চার্জে ২০০ কিলোমিটার চলবে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.