ঈদগাঁয় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে ফরিদ মাহমুদ

0

কারেন্ট টাইমসঃ  ২৫ নং রামপুর ওয়ার্ডে ঈদগাঁহ পানি কলনিস্থ বালতিওয়ালা কলোনীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন ও আক্রান্ত পরিবার গুলোর পাশে দাঁড়ালেন বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবীদ আলহাজ্ব ফরিদ মাহমুদ। এসময় তিঁনি অগ্নিকান্ড সম্পূর্ণ ভস্মিভূত ও আংশিক ক্ষতিগ্রস্থ ঘর বাড়িগুলো ঘুরে দেখেন। বিধ্বস্ত ৭ টি পরিবারের সদস্যদের সাথে তিঁনি কথা বলেন এবং সমবেদনা জানান। এসময় ফরিদ মাহমুদ খোলা আকাশের নীচে অত্যন্ত মানবেতর জীবন-যাপন করা, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পুনর্বাসনের জন্য প্রশাসন, রাজনীতিবীদ, ব্যাবসায়ী, বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।

এসময় স্থানীয় গণ্যমান্য ব্যাক্তি ও সম্মানিত নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সরাইপাড়া ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক লুৎফুর রহমান খুশি, চট্টগ্রাম মহানগর যুবলীগের সদস্য শেখ নাছির আহমেদ, নগর যুবলীগ নেতা আশরাফুল গণি, মহানগর যুবলীগের সদস্য দেলোয়ার হোসেন দেলু, হোসেন সরওয়ার্দী, যুবলীগনেতা জহির উদ্দিন সুমন, রাশেদ চৌধুরী, মহানগর ছাত্রলীগের সহ সভাপতি নাজমুল হাসান রুমি, যুবলীগনেতা বাবলু দাশ,

দেলোয়ার হোসেন সুমন, আনিসুর রহমান মামুন, মঞ্জুরুল আলম রিমু, ছাত্রনেতা শহিদুল ইসলাম শহীদ, যুবনেতা ইয়াসিন ভুঁইয়া, সাজু দাশ, মুকতাদের রাকিব, ইমন খান, আব্দুল সালাম কারপী, ফজল করিম দুলু, আবুল বশর, মোঃ বেলাল, মোঃ আলমগীর, মোঃ খলিল, মোঃ কুদ্দুস, মোঃ জাহাঙ্গীর, মোঃ দিদারুল আলম রনি, মোঃ আবুল হাসনাত রাজু, মোঃ রানা, মোঃ সাজ্জাদ, মোঃ রাজীব, মোঃ সাহেদ, মোঃ বেলাল, ছাত্রলীগ’নেতা মোঃ টিটু তালুকদার, মোঃ জিকু, মোঃ ইমরান, মোঃ ফয়সাল, মোঃ বাবু প্রমুখ।

অগ্নীকান্ডে ক্ষতিগ্রস্থদের বাড়ীর ঠিকানা ও ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর নামঃ মধ্যম রামপুর রাজা মিয়া মিস্ত্রি র বাড়ী- প্রকাশ (বালতি ওলার বাড়ী) ক্ষতিগ্রস্থ ১) ফজল রশিদ পরিবার (মৃত), ২) মামুনুর রশিদ পরিবার (মৃত), ৩) আমানর রশীদ পরিবার (মৃত), ৪)ইকবাল রশীদ, ৫) নুর আলম পরিবার (মৃত), ৬) গোলাম নবী (মৃত), ৭) রফিক পরিবার (মৃত)।  শেষে সাতটি পরিবারের মাঝে আলহাজ্ব ফরিদ মাহমুদ নগদ অর্থ তুলে দেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.