উখিয়ায় তিন প্রার্থীর ভোট বর্জন

0

শহিদুল ইসলাম,উখিয়া,কক্সবাজার: কক্সবাজার উখিয়ায় উপজেলা পরিষদ নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ এনে ভোট বর্জন করেছেন উখিয়ার তিন ভাইস চেয়ারম্যান প্রার্থী মাহবুবুল আলম ( উড়োজাহাজ), জিহান চৌধুরী ( তালা), এডভোকেট মোহাম্মদ রাশেল ( মাইক)।

রোববার ২৪ মার্চ সকাল ৮ টা থেকে উপজেলার ৪৫ টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হলেও ভোটারের দেখা না পাওয়া স্বত্বেও কিছু কেন্দ্রে অধিক ভোট কাস্টিং হয়েছে বলে অভিযোগ ভাইস চেয়ারম্যান প্রার্থী মাহবুবুল আলম ( উড়োজাহাজ) , জিহান চৌধুরী ( তালা), এডভোকেট মোহাম্মদ রাশেল ( মাইক)।

তারা অভিযোগ করেন, টিউব ওয়েল মার্কার সমর্থিত জাহাঙ্গীর প্রভাব বিস্তার করে এজেন্টদের বের করে দিয়েছেন এবং জোরপূর্বক ভোট আদায় করছেন।

উল্লেখ্য, নির্বাচনের প্রচারণার শেষ দিনে আবেগময় বক্তব্য দিয়ে নির্বাচন থেকে সরে দাড়ান বই মার্কার প্রার্থী নুরুল হুদা। ইতিপূর্বে চেয়ারম্যান এবং সংরক্ষিত ভাইস চেয়ারম্যান পদে কোন প্রতিদ্বন্দ্বিতাকারী না থাকায় উখিয়া উপজেলায় হামিদুল হক চৌধুরী এবং কামরুন নেছা চৌধুরীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন রিটার্নিং অফিসার।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.