এমপি মন্ত্রীরা কঠোর নজরদারীতে

0

জুবায়ের সিদ্দিকী  :   মন্ত্রী-এমপি ও আওয়ামী লীগ নেতাদের উপর চলছে নজরদারী। সরকার সমর্থক সাবেক আমলাদের নিয়ে গঠিত টিম, প্রধানমন্ত্রীর কার্যালয়, একাধিক গোয়েন্দা সংস্থা ও দায়িত্বপ্রাপ্ত ক্ষমতাসীন দলটির কেন্দ্রীয় নেতারা এই কাজটি করছেন। কোন কোন ক্ষেত্রে জেলা প্রশাসন, পুলিশের বিশেষ শাখা ও অন্যান্য গোয়েন্দা সংস্থাও এমপি, মন্ত্রী এবং নেতাদের নজরদারী রাখছে। পৌর নির্বাচনের সময় তাদের ভুমিকা কি ছিল, টেন্ডারবাজি, নিয়োগবানিজ্য, সাংগঠনিক ও প্রশাসনিক হস্তক্ষেপ সহ বিভিন্ন বিষয়ে সম্পৃক্ততায় খোঁজখবর নেওয়া হচ্ছে।

নজরদারীর বিষয়টি স্বীকার করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন। তিনি বলেছেন,’আমরাই নজরদারী করছি। গুরুত্ব দেওয়া হচ্ছে, পৌর নির্বাচনের ভুমিকা, টেন্ডারবাজি, সাংগঠনিক ও প্রশাসনিক হস্তক্ষেপ। কঠোর নজরদারীর বিষয়টি অনেক এমপি, মন্ত্রী অবগত নন। একজন এমপিকে এ ব্যাপারে জিজ্ঞেস করলে, তিনি বিষয়টি জানেন না বলে জানান।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.