এরশাদকে ভুল চিকিৎসা দেওয়া হয়েছিলঃ রাঙ্গা

0

সিটি নিউজ ডেস্কঃ জাতীয় পার্টির মহাসচিব ও সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা ভুল চিকিৎসার কারণে পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন বলে মন্তব্য করেছেন । তিনি অভিযোগ করেন, ক্যানসার না হলেও তাকে ক্যানসারের ওষুধ দিয়েছেন চিকিৎসকরা।

রবিবার দুপুরে বিরোধীদলীয় নেতা জাপা চেয়ারম্যান এরশাদকে সঙ্গে নিয়ে ৩ দিনের সফরে রংপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মশিউর রহমান রাঙ্গা এসব কথা বলেন। এ সময় বিএনপিকে নাই পার্টি আখ্যায়িত করে রাঙ্গা বলেন, তাদের দলের কোনো অবস্থান নেই। জনগণ তাদের প্রত্যাখান করেছে।

তিনি বলেন, সিঙ্গাপুরের চিকিৎসকরা জানিয়েছেন, এরশাদের ক্যানসার হয়নি। ভুল চিকিৎসার কারণে তার লিভারে কিছুটা সমস্যা দেখা দেয়ায় তিনি শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন।

জাপা মহাসচিব বলেন, এরশাদ এখন অনেকটা সুস্থ। তিনি এখন একাই হাঁটতে পারেন। কিন্তু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি হুইল চেয়ার ব্যবহার করছেন। এরশাদ জাতীয় সংসদে তার দায়িত্ব পালন করছেন। আশা করা হচ্ছে এবারও সংসদে বিরোধী দলীয় নেতা হিসেবে বক্তব্য রাখবেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.