কক্সবাজারের রামুতে ত্রানের জন্য হাহাকার, ২ জনের মৃতদেহ উদ্ধার

0

জামাল জাহেদ, কক্সবাজারঃ কক্সবাজারের রামু উপজেলায় ভয়াবহ বন্যায় লাখো মানুষের হাহাকার চলছ। পর্যাপ্ত ত্রান সামগ্রীর অভাবে অনাহারে মানবতের সময় পার করছনে তারা। সরকারি এবং ব্যক্তি উদ্যোগে ত্রান তৎপরতা খুবই অপ্রতুল বলে দাবি করছেন, দূর্গত লোকজন। এদিকে ভয়াবহ বন্যায় লন্ডভন্ড হয়ে গেছে রামু উপজেলার ১১ টি ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা। মহাসড়ক ছাড়াও বিভিন্ন গ্রামীন সড়ক ও সেতু বন্যার পানিতে ব্যাপক ক্ষতগ্রিস্ত হয়েছে। বন্যা চলাকালে নৌকাডুবরি ঘটনায় নিখোঁজ দুই জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এরা হলেন, বশির আহমেদের মেয়ে কামরুনাহার (২২) ও এরশাদ উল্লাহর মেয়ে তরিকা হাসনাত (৪)। বৃহষ্পতিবার সকালে রামু উপজলোর গর্জনিয়া ইউনিয়নের ক্যাজল বলি এলাকায় বন্যা কবলিতদের নিরাপদ আশ্রয়ে নেয়ার সময় নৌকাডুবির ঘটনা ঘটে। রামু উপজলো নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ হোসনে গর্জনিয়া ইউনিয়নের ক্যাজল বলি এলাকায় নৌকা ডুবিতে নিখোঁজ ২ জনের মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, রামুতে বন্যা চলাকালে  ডুবে ও পাহাড় ধ্বসে মৃতরে সংখ্যা বড়েে ৭ জন হয়েছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.