গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষায় কার্যকর ব্যবস্থা নেয়া হবেঃ প্রধানমন্ত্রী

0

সিটি নিউজ ডেস্কঃঃ  সবার মতামত নিয়ে গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষায় কার্যকর ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে মঙ্গলবার ইসলামী ঐক্যজোটের ৮টি দলের ৩৬ প্রতিনিধির সঙ্গে ক্ষমতাসীন ১৪ দলীয় জোটের সংলাপের সূচনা বক্তব্যে এ কথা জানান তিনি। এ সময় ধর্মীয় শিক্ষা ব্যবস্থাসহ সার্বিক উন্নয়নে সরকারের টানা ২ মেয়াদের কর্মকাণ্ডের মূল্যায়ন করে সংলাপ শুরু করেন প্রধানমন্ত্রী।

দলগুলোর মধ্যে রয়েছে- ইসলামী ঐক্যজোট (আইওজে), বাংলাদেশ মুসলিম লীগ, বাংলাদেশ জালালী পার্টি, আশিক্কীনে আউলিয়া ঐক্য পরিষদ বাংলাদেশ, জাকের পার্টি, বাংলাদেশ জাতীয় ইসলামী জোট-বিএনআইএ, বাংলাদেশ সম্মিলিত ইসলামী জোট, ইসলামিক ডেমোক্রেটিক অ্যালায়েন্স (আইডিএ)।

ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামীর নেতৃত্বে প্রতিনিধি দলে রয়েছেন দলটির মহাসচিব মুফতী ফয়জুল্লাহ, সিনিয়র ভাইস চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী, ভাইস চেয়ারম্যান মাওলানা জসীমউদ্দিন, মাওলানা আব্দুর রশিদ মজুমদার, মাওলানা আব্দুল হামিদ (পীর সাহেব মধুপুর), সহকারী মহাসচিব মাওলানা আলতাফ হোসাইন, যুগ্ম মহাসচিব মাওলানা মুফতী তৈয়্যব হোসাইন, মাওলানা আবুল কাসেম, মাওলানা ফজলুর রহমান, মাওলানা শেখ লোকমান হোসাইন, সাংগঠনিক সচিব মুফতী সাখাওয়াত হোসাইনসহ ৩৬ জন।

ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আবদুল লতিফ নেজামী বলেছেন, ইসলামী জোটগুলো এই সরকারের অধীনে নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে এবং নির্বাচনের জন্য প্রস্তুতিও নিচ্ছে।

দলটি আরও কয়েকটি ইসলামী দলকে সঙ্গে নিয়ে আজ মঙ্গলবার দুপুরে গণভবনে আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংলাপে বসেছে। সংলাপের আগে বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে ঐক্যফ্রন্টের চেয়ারম্যান এ মন্তব্য করেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.