গত বুধবার সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ

0

সিটিনিউজবিডি ঃ  দেশের বিদ্যুৎ রেকর্ড উৎপাদন হয়েছে রবিবার। রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত এক ঘণ্টা ৮ হাজার ৩২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে।

উৎপাদিত বিদ্যুতের মধ্যে ২ হাজার ৪০২ মেগাওয়াট এসেছে তেলভিত্তিক কেন্দ্র থেকে এবং ৪ হাজার ৯৭৮ মেগাওয়াট এসেছে গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে। এছাড়া  পানি বিদ্যুৎ কেন্দ্র থেকে ১২৪ মেগাওয়াট, কয়লাভিত্তিক কেন্দ্র থেকে ৭৫ মেগাওয়াট এবং ভারত থেকে আমদানি করা হয়েছে ৪৫৩ মেগাওয়াট।

এসব বিষয় নিশ্চিত করে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) পরিচালক (জনসংযোগ) সাইফুল হাসান চৌধুরী বলেন, ‘এ সময় সারাদেশে কোনো লোডশেডিং ছিল না।’

তবে রাত ১১টার পরপরই রাজধানীর বনশ্রীসহ কয়েকটি এলাকায় লোডশেডিংয়ের খবর পাওয়া গেছে।
এর আগে গত বুধবার সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ ছিল ৭ হাজার ৯২৩ মেগাওয়াট। গত এপ্রিল মাসে ৭ হাজার ৪৩৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছিল।

গত বছরের ১৮ জুলাই একসাথে সর্বোচ্চ ৭ হাজার ৪১৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছিল। এর দুই দিন আগে ১৬ জুলাই রাত ৯টায় উৎপাদন হয়েছিল ৭ হাজার ৪০৩ মেগাওয়াট। তার আগের দিন ১৫ জুলাই ৭ হাজার ৩৭১ মেগাওয়াট। ৩০ মার্চ সন্ধ্যায় উৎপাদন হয়েছিল ৭ হাজার ৩৫৬ মেগাওয়াট।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.