গরু বাজার পরিদর্শন করলেন সিএমপি কমিশনার

0

নিজস্ব প্রতিবেদক :: ঈদ-উল-আযহা উপলক্ষ্যে আজ রবিবার (১৯ আগস্ট) গরু বাজার পরিদর্শন করলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ মাহাবুবর রহমান, পিপিএম মহোদয়।

তিনি নগরীর বিভিন্ন গরু বাজার পরিদর্শনকালে কোরবানীর গরু বিক্রি সুষ্ঠু ভাবে সম্পন্ন করার জন্য বিভিন্ন দিক নিদের্শনা প্রদান করেন।

তিনি বলেন, গরু বাজারের সার্বক্ষনিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে পর্যাপ্ত সংখ্যক পুলিশ ফোর্স নিয়োজিত রয়েছে।

অজ্ঞানপার্টি, মলমপার্টি ও ছিনতাইকারীদের বিষয়ে ক্রেতা-বিক্রেতা উভয়কেই সচেতন থাকার পরামর্শ দেন এবং যেকোন প্রয়োজনে পুলিশি সহায়তা নেওয়ার জন্য আহ্বান জানান। জাল টাকা সনাক্ত করণের জন্য ব্যাংক কর্তৃক প্রদত্ত বুথে  গিয়ে সহায়তা নেওয়ার অনুরোধ করেন।

এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব কুসুম দেওয়ান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) জনাব আমেনা বেগম, বিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার, অতিঃ উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার, ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ সহ গরু বাজার কমিটির লোকজন উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.