গাউছিয়া কমিটি বাংলাদেশ বরকল শাখার ইফতার মাহফিল

0

সিটি নিউজ ডেস্ক :  গাউছিয়া কমিটি বাংলাদেশ চন্দনাইশ বরকল ইউনিয়নের উদ্যোগে ইফতার মাহফিল মাওলানা মোহাম্মদ মোরশেদ আলম এর পরিচালনায় ইউনিয়ন গাউছিয়া কমিটির সভাপতি জনাব আবু তাহের এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ১৮ মে বিকেল সাড়ে ৩ টায় উপজেলার বরকল ইউনিয়নের একটি কনভেনশন হলে যাকাতের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন হযরতুল আল্লামা জনাব মাওলানা আলহাজ্ব শাহ্ খলিলুর রহমান নিজামী,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাউছিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক জনাব হাবিব উল্লাহ মাষ্টার,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ এম এ মান্নান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব হাবিবুর রহমান, মাওলানা ফেরদাউসুল আলম খাঁন আলকাদেরী, মাওলানা মোহাম্মদ আবদুল গফুর খাঁন, বিশিষ্ট সমাজ সেবক গউস মোহাম্মদ মিল্টন, সমাজ সেবক দিদারুল আলম, আলহাজ্ব মোহাম্মদ নজরুল ইসলাম, হাজী মোহাম্মদ ফেরদৌস আলম, মোহাম্মদ আরমানুর রশীদসহ প্রমুখ। ইফতার মাহফিলে সমাজের সুশীল সমাজের নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, গাউছিয়া কমিটি বাংলাদেশ এবং ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

রমজানের গুরুত্ব ও যাকাতের তাৎপর্য শীর্ষক আলোচনায় বক্তারা বলেন, সম্পদের সুষম বন্টনের জন্য আল্লাহ তায়ালা যাকাত ফরজ করেছেন।ধনিদের এ বিষয়ে খেয়াল রাখো উচিত যে, যাকাত প্রদান দরিদ্রদের প্রতি করুনা নয়, বরং এটি আল্লাহ প্রদত্ত ধনিদের সম্পদে গরিবের অধিকার। বর্তমানে আমাদের সমাজে অনেকে আছেন, যারা লোক দেখানো এবং অন্য কোন ফায়দা হাসিলের উদ্দ্যেশ্যে যাকাতের নামে যাকাতের শাড়ি (মশারির মত পাতলা কাপড়ের) ও লাইনে দাড় করিয়ে সামান্য কিছু টাকা জাকাত দেন।যাকাতের কাপর আনতে গিয়ে পদ দলিত হয়ে মানুষ মারা যাওয়ার মত ঘটনা আমাদের দেশে ঘটেছে। এইভাবে যাকাত দেওয়া শরিয়ত সম্মত নয়। শরিয়ত সম্মতভাবে আল্লাহর ফরজ হুকুম যাকাত প্রদানের জন্য সকলের প্রতি আহবান জানান বক্তারা।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.