ঘর সামলাতে প্রতীকে নির্বাচন

0

গোলাম সরওয়ার :    স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। অনেকটা নিজের ঘরের ’ঝগড়া ফাসাদ সামলাতে’ এ সিদ্ধান্ত হলেও প্রতিটি ইউনিয়ন, পৌরসভা, উপজেলা ও জেলা পরিষদে আওয়ামী লীগের পাঁচ থেকে সাত জন নেতা প্রার্থী হতে চান কোন কোন এলাকায়। অনেকেই প্রভাবশালী ও এলাকায় জনপ্রিয়।

দল একজন প্রার্থীকে মনোনয়ন না দেয়ায় যোগ্যরা সবাই নির্বাচনে প্রার্থী হয়ে যান। পরে শুরু হয় দ্বন্ধ। আওয়ামী লীগ চায় সংসদ নির্বাচনের মত একজন করে প্রার্থী দেবে। অধিকাংশ উপজেলায় এমনকি ইউনিয়ন পর্যায়েও রয়েছে দলের একাধিক গ্রুপ। তবে এখনো চুড়ান্ত হয়নি প্রার্থী সিলেকশন পদ্ধতি।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.