চকরিয়ায় সাত জনের মরদেহ উদ্ধার

0

 সিটিনিউজবিডি  :    চকরিয়ায় বন্যার পানিতে ভেসে যাওয়া পাঁচ শিশুর দেহ উদ্ধার করেছে প্রশাসন। অন্যদিকে বিদ্যুতের তারে জড়িয়ে এক গৃহবধুসহ দুইজনের মরদেহ উদ্ধার করা হয়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর সিটিজিনিউজকে জানান, শুক্রবার বিকেলে উপজেলার কাকারা ইউনিয়নের প্রপার কাকারা এলাকায় মাছ ধরার সময় পানিতে ভেসে যায় ফরহাদ রেজার ছেলে কাউছার রহিম (১৩), উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ছগিরশাহকাটার মৃত জয়নাল আবেদীনের ছেলে মোহাম্মদ আলম (২৮)। শনিবার সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

শুক্রবার সকালে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নে পানিতে ভাসমান অবস্থায় আড়াই বছর বয়সের (অনুমান) এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। তবে স্থানীয় ইউপি চেয়ারম্যান তার পরিচয় নিশ্চিত করতে পারেনি।

উপজেলার ফাসিয়াখালী ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী বলেন, তার ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের হিন্দুপাড়া গ্রামে বাড়ির ভেতর বৈদ্যুতিক তারে জড়িয়ে সুর্বণা দাশ (৩০) নামের এক গৃহবধু মারা গেছেন। শনিবার বিকেলে সে মারা যায়।

ডুলাহাজারা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুর রহিম জানান, উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের আম্মারডেরা এলাকার মোজাম্মেল হকের ছেলে মোহাম্মদ আসিব (৭) পানিতে ডুবে মারা যায়। ইউনিয়নের মিঠাছড়িতে শুক্রবার দুপুরে নিজবাড়িতে বাড়িতে বৈদ্যুতিক তারে জড়িয়ে কামাল উদ্দিন (৩৫) নামের একব্যক্তি মারা গেছেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.