চট্টগ্রামে পাটকল শ্রমিকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ

0

সিটি নিউজ,চট্টগ্রাম : চট্টগ্রাম নগরের আমিন জুট মিল এলাকায় সড়কপথ অবরোধ করে আন্দোলন করছেন মজুরি কমিশন বাস্তবায়নসহ ৯ দফা দাবিতে পাটকল শ্রমিকরা।

নয় দফা দাবিতে ৭২ ঘণ্টা ধর্মঘটের অংশ হিসেবে বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকাল ৮টা থেকে শ্রমিকরা সড়ক অবরোধ করে রাখেন। টায়ার জ্বালিয়ে বিভিন্ন স্লোগানও দেন তারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮টার পরপরই অক্সিজেন-মুরাদপুর সড়কে আমিন জুট মিলের সামনে সড়ক অবরোধ করেন পাটকল শ্রমিকরা। তাদের অবরোধের কারণে সড়কের দুইপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়।

বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খন্দকার জানান, কয়েকটি দাবিতে পাটকল শ্রমিকরা সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেন। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করি।

তিনি বলেন, সড়ক থেকে সরলেও শ্রমিকরা সড়কের পাশে অবস্থান করছেন। আমরা তাদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা করছি।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.