চট্টগ্রামে প্রধানমন্ত্রীর দশ উদ্যোগ ব্র্যান্ডিং এবং এসডিজি সভা অনুষ্ঠিত

0

সিটি নিউজ,চট্টগ্রাম : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং এবং এসডিজি বিষয়ে তথ্য অধিদফতর, ঢাকার আয়োজনে অংশীজন ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা আজ শনিবার ১১ মে চট্টগ্রাম সার্কিট হাউসে অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম জেলা প্রশাসন ও পিআইডি চট্টগ্রামের সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মো. নুরুল আলম নিজামী।

তথ্য অধিদফতর, ঢাকার সিনিয়র উপপ্রধান তথ্য অফিসার মো. জসীম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রামের পরিচালক মো. মোয়াজ্জম হোসেন, বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, চট্টগ্রামের উপপরিচালক সুমন চৌধুরী, বাংলাদেশ বেতার চট্টগ্রামের আঞ্চলিক পরিচালক এস.এম আবুল হোসেন, পিআইডি চট্টগ্রামের সিনিয়র তথ্য অফিসার মো. আজিজুল হক নিউটন, পিআইডি ঢাকার সিনিয়র তথ্য অফিসার মো. জাকির হোসেন, জেলা তথ্য অফিস, চট্টগ্রামের উপপরিচালক মো. সাঈদ হাসান প্রমূখ বক্তৃতা করেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ১০ উদ্যোগ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাগণ নিজ নিজ প্রকল্পের হালনাগদ তথ্য উপস্থাপন করেন।

প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, প্রধানমন্ত্রীর এ ১০ বিশেষ উদ্যোগ দেশের সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের হাতিয়ার। এসব বাস্তবমূখী উদ্যোগের কারনে তৃণমূল পর্যায়ে মানুষের আয়বর্ধক কর্মকান্ড বৃদ্ধির পাশাপাশি তাদের অধিকার ও মর্যাদা সুনিশ্চিত হয়েছে। মানুষ স্বাবলম্বী হয়েছে। পাশাপাশি বিদ্যুৎসহ অন্যান্য প্রকল্প জাতীয় উন্নয়নের চালিকাশক্তি হিসেবে কাজ করছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্রেইন চাইল্ড এসব প্রকল্প তাঁর নামে ব্র্যান্ডিং করতে হবে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.