চট্টগ্রামে বাসের ধাক্কায় নিহতের সংখ্যা বেড়ে ৪

0

সিটিনিউজবিডি : চট্রগ্রাম জেলার পটিয়া উপজেলায় যাত্রীবাহী একটি মিনিবাসের ধাক্কায় শিশুসহ অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও এক যাত্রী। উপজেলার মনসারটেক চৌমুহনী এলাকায় শুক্রবার দুপুর পৌনে ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে তিনজনের নাম জানা গেছে। তারা হলেন— সিএনজি অটোরিকশাচালক মোহাম্মদ সাইফুল (২৫), যাত্রী রূপনা সেন (২৬) ও মেয়ে অর্পণা সেন (৭)। তাৎক্ষণিকভাবে নিহত অপরজন ও আহত ব্যক্তির নাম জানা যায়নি।

পটিয়া পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল আজম জানান, দুপুরে চট্টগ্রাম থেকে পটিয়ার উদ্দেশে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী মিনিবাস চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া মনসারটেক এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা এক নারী ঘটনাস্থলেই মারা যান। আহতাবস্থায় তার শিশুসন্তানসহ চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।

এদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, পটিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত চারজনকে হাসপাতালে আনার পর চিকিৎসাধীন অবস্থায় তিনজন মারা যান।

আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন, তার অবস্থাও গুরুতর বলে জানান তিনি।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.