চট্টগ্রাম স্কেটিং একাডেমির কমিটি গঠন

0

সিটি নিউজ ডেস্ক : রোলার স্কেটিং সমগ্র বিশ্বে একটি জনপ্রিয় খেলা, উন্নত বিশ্বে রোলার স্কেটিং জনপ্রিয় খেলা হলেও এই খেলাটি বাংলাদেশে জনপ্রিয় হয়েছে গত এক দশক ধরে, বিগত ২০১৫ সালে থেকে চট্টগ্রামের এই খেলাটির বিভিন্ন বয়স ভিত্তিক প্রশিক্ষন ক্যাম্প পরিচালিত হলেও মাঠ সল্পতা,সঠিক পৃষ্টপোষকতার অভাব ও সংগঠকদের সদ-ইচ্ছার অভাবে চট্টগ্রামে রোলার স্কেটিং খেলাটি আলোর মুখ দেখেনি।

চট্টগ্রামের রোলার স্কেটিংকে এগিয়ে নিয়ে যেতে গতকাল নগরীর একটি রেস্টুরেন্টে চট্টগ্রাম স্কেটিং একাডেমির প্রতিষ্টাতা আদিল আহমেদ কবির এর পরিচালনায় এক জরুরি সভা অনুষ্টিত হয়।

সভায় চসিক মেয়র আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দিনকে প্রধান পৃষ্টপোষক, চট্টগ্রাম চেম্বার এর পরিচালক অহিদ সিরাজ চৌধুরী স্বপনকে চেয়ারম্যান ও স্কেটিং কোচ সিদ্দিক আল মামুনকে প্রধান নির্বাহী করে চট্টগ্রাম স্কেটিং একাডেমির ১৭ সদস্য বিশিষ্ট একটি পরিচালনা কমিটি গঠন করা হয।

উক্ত পরিচালনা কমিটিতে ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন ব্রার্দাস ইউনিয়ন চট্টগ্রামের পরিচালক মো সালাহ্উদ্দীন, লায়ন ইঞ্জিঃ মোঃ নুরুজামান, ইমরান আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী আবদুল আলীম ও ক্রীড়া সংগঠক ওয়াহেদ রাসেল, কোষাধ্যক্ষ্ জিয়াউল রিপন , পরিচালনা কমিটির অন্যান্য সদস্যরা হলেন পারভিন আক্তার, আয়েশা লাকি, মালিহা তাশপিয়া, সাজেদা ডলি,ইবলুন শাহরিয়ার, আরিফ হোসেন, গাজী মোঃ শওকত, মোঃ শাহেদ, ফাহিম আল শাহরিয়ার

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.