চলে গেলেন রাজীব মীর

0

সিটিনিউজ ডেস্ক:: চট্টগ্রাম ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক, লেখক রাজীব মীর মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শুক্রবার দিবাগত রাত ১টা ৩৭ মিনিটে ভারতের তামিলনাড়ু রাজ্যের রাজধানী চেন্নাইয়ে গ্লিনিগলস গ্লোবাল হেলথ সিটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রাক্তন শিক্ষার্থী রাজীব মীর। তাঁর বন্ধুরা মৃত্যু সংবাদ জানিয়েছে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন।

পরিবারের সদস্যরা জানান, রাজীব মীর লিভার সিরোসিসে আক্রান্ত হয়েছিলেন। চিকিৎসকরা দ্রুত লিভার প্রতিস্থাপনের পরামর্শ দেন। এ জন্য ৯০ লাখ টাকার প্রয়োজন ছিল। এই অর্থের বেশির ভাগ রাজীবের বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা দেন। লিভার প্রতিস্থাপনের প্রয়োজনীয় অর্থ  হাসপাতালে জমাও দেওয়া হয়েছিল।

পরিবার সূত্রে জানা গেছে, রাজীবের অস্ত্রোপচারের জন্য গত শনিবার সময় নির্ধারণ করা হয়েছিল। এর মধ্যে হার্ট অ্যাটাক হয় তাঁর। ফলে তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।

রাজীবের মরদেহ দেশে আনার প্রস্তুতি চলছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.