চুয়েটে আন্তঃহল ভলিবল প্রতিযোগিতা শুরু

0

সিটি নিউজঃ চট্টগ্রাম প্রকৌশল ও প্রযু্িক্ত বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর শারীরিক শিক্ষা কেন্দ্র আয়োজিত আন্তঃহল ভলিবল প্রতিযোগিতা-২০১৮ থেকে শুরু হয়েছে।

আজ বুধবার (৫ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের ছেলেদের পাঁচটি আবাসিক হলের শিক্ষার্থীদের অংশগ্রহণে চুয়েটের ১ নং কেন্টিন সংলগ্ন ১ নং ভলিবল কোর্টে উক্ত প্রতিযোগিতার আয়োজন করা হয়। চুয়েটের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম মহোদয় প্রধান অতিথি হিসেবে উক্ত ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন করেন।

ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডীন অধ্যাপক ড. মোঃ সাইফুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী, শহীদ মোহাম্মদ তারেক হুদা হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোঃ আবদুর রশীদ, বঙ্গবন্ধু হলের প্রভোস্ট অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন, ড. কিউ.কে. হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোঃ মহি উদ্দীন, শহীদ মোহাম্মদ শাহ হলের প্রভোস্ট অধ্যাপক ড. মিজানুর রহমান, শেখ রাসেল হলের প্রভোস্ট ড. মোহাম্মদ কামরুল হাছান প্রমুখ। শারিরীক শিক্ষা কর্মকর্তা জনাব মোঃ জসিম উদ্দীনের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন ছাত্রকল্যাণ দপ্তরের উপ-পরিচালক জনাব মোহাম্মদ তারেকুল আলম।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলো হচ্ছে- বঙ্গবন্ধু হল, শেখ রাসেল হল, শহীদ মোহাম্মদ শাহ হল, শহীদ তারেক হুদা হল এবং ড. কিউ.কে হল। উদ্বোধনী ম্যাচে লড়বে শহীদ মোহাম্মদ শাহ হল ও ড. কিউ.কে হল। প্রতিযোগিতার সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী সেরা দুই দল সরাসরি ফাইনালে মুখোমুখি হবে। আগামী ১২ ডিসেম্বর, ২০১৮ খ্রিঃ প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.