জহুর আহমেদ চৌধুরীর স্ত্রীর মৃত্যু

0

সিটি নিউজঃ বাংলাদেশের সরকারের প্রথম মন্ত্রীসভার মন্ত্রী জহুর আহমেদ চৌধুরীর স্ত্রী জাহানারা বেগম মারা গেছেন।

আজ মঙ্গলবার (৩০ এপ্রিল) সকাল সাতটার দিকে নগরীর বেসরকারি একটি হাসপাতালে তার মৃত্যু হয়। জাহানারা বেগমের বয়স হয়েছিল ৯৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। শেষ কয়েকদিন লাইফ সাপোর্টে ছিলেন। সকাল সাতটায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

জাহানারা বেগমের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করেছেন।

বিকালে নগরীর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে জাহানারা বেগমের জানাজার পর নগরীর বাগমনিরাম এলাকায় স্বামীর কবরের পাশে তাকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা জহুর আহমেদ চৌধুরী ছিলেন বঙ্গবন্ধুর প্রথম মন্ত্রিসভার সদস্য। জহুর আহমেদ চৌধুরী মারা যান ১৯৭৪ সালের ১ জুলাই।

বর্তমান নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী এই দম্পতির সন্তান। তাদের আরেক ছেলে সাইফুদ্দিন খালেদ চৌধুরী ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে শহীদ হন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.