জামদানি শিল্পকে মসলিনের জায়গায় নিতে কাজ করছে সরকার – আমু

0

সিটিনিউজবিডিঃ  জাতীয় জাদুঘর মিলনায়তনে আজ বুধবার দশ দিনব্যাপী জামদানি প্রদর্শনী-২০১৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, দেশের জামদানি শিল্পকে ঐতিহ্যবাহী মসলিনের জায়গায় ফিরিয়ে নিতে সরকার কাজ করছে ।  বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) এবং জাতীয় জাদুঘর যৌথভাবে এ প্রদর্শনীর আয়োজন করেছে। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু আরও বলেন, বাঙালি জাতীয়বাদের যে চেতনায় স্বাধীন বাংলাদেশের জন্ম হয়েছে, তার মধ্যে জামদানি ও মসলিনের মত সাংস্কৃতিক ঐতিহ্য অন্যতম। এজন্য জামদানি শিল্পের প্রসারে আধুনিক ও পরিকল্পিত জামদানি শিল্পনগরী গড়ে তোলা হচ্ছে। বিসিক চেয়ারম্যান আহমদ হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি, শিল্পসচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া এনডিসি, জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী বক্তব্য রাখেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.