জিম্বাবুয়ের বিপক্ষে দুই উইকেটে পাকিস্তান জিতল

0
সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে দুই উইকেটে জিতল পাকিস্তান। জিম্বাবুয়ের ছুড়ে দেওয়া ১৭৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নিয়মিত উইকেট হারাতে থাকলেও মুক্তার আহমেদ,  অমর আকমল, শেহজাদ ও আনোয়ারের ব্যটিং নৈপুন্য শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নিয়েছে আফ্রিদি বাহিনী।

আজ রবিবার টস জিতে ম্যাচে আগে ব্যাটিং করে অতিথি জিম্বাবুয়ে। নির্ধারিত ২০ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে ১৭৫ রানের সংগ্রহ দাঁড় করায় দলটি। এর মধ্যে সর্বোচ্চ ৫৮ রান (৩২ বলে) করে অপরাজিত ছিলেন সিন উইলিয়ামস। এ ছাড়াও ৪৬ বলে ৪৯ রান করেছেন ওপেনার ভুসি সিবান্দা। আর অধিনায়ক এল্টন চিগাম্বুরা ২১ রান করেছেন মাত্র ৯ বল খেলে।

জবাবে ১৭৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় ৪৪ রানের মাথায় আউট হন শেহজাদ। আউট হওয়ার আগে তিনি করেন ১৮ রান। প্রথম উইকেট আউট হওয়ার পরে সময়ের ব্যবধানে উইকেট পড়তে থাকলেও মুক্তার আহমেদের ব্যাটিং নৈপুন্যে জয়ের দিকে এগুতে থাকে পাকিস্তান। যদিও তিনি আউট হন অর্ধশতক করার পরে। অপরদিকে আনোয়ারের ১৮, অমর আকমলের ৩০, বিলওয়াল ভাটির অপরাজিত ১৩ রানে শেষ পর্যন্ত দুই উইকেটে জয় নিয়ে মাঠ ছাড়ে পাকিস্তান।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.