জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ, চোখে–মুখে হাসি

0

নিজস্ব প্রতিনিধি,সিটিনিউজ :  বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ। সম্প্রতি আন্তর্জাতিক স্বীকৃতির পরই যেনো ইলিশে ভরপুর দেশের বাজারগুলো । জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ।এখন স্বস্তিতে জেলেরা। দীর্ঘদিন ধরে টানা ভারী বর্ষণ ও বৈরী আবহাওয়ার কারণে যারা সাগরে মৎস্য শিকারে যেতে পারেননি তাদের মনেও এখন আশার আলো। রুপালি ইলিশের হাসি জেলেদের চোখে–মুখে। আর এগুলো আকারেও বড়। আরো কয়েক দফা ধরা পড়বে ইলিশ বলে আশা করছেন মৎস্য কর্মকর্তারা।

চট্টগ্রাম নগরীর পাথরঘাটা ফিশারিঘাটেও বেড়েছে ইলিশের সরবরাহ। ইলিশ ধরা পড়ায় ইলিশের বাজারও বর্তমানে পড়তির দিকে। গত তিন দিনের ব্যবধানে পাইকারি বাজারে আকারভেদে ইলিশের দাম মণপ্রতি কমেছে ৩ থেকে ৬ হাজার টাকা। বাজার সংশ্লিষ্টরা বলছেন, ইলিশ ধরা নিয়ে মৎস্য অধিদপ্তর কড়াকড়ি আরোপের কারণে ইলিশের উৎপাদন বেড়েছে।

ঝাঁকে ঝাঁকে ইলিশ। ছবি-মোহাম্মদ হানিফ

আজ বুধবার(১০ আগস্ট) ফিশারিঘাট ঘুরে দেখা গেছে, রূপালি ইলিশের পসরা সাজিয়ে বাজারজাত করছেন আড়তদাররা। এখান থেকে ইলিশ যাচ্ছে চট্টগ্রামের বিভিন্ন উপজেলা ও দেশের নানা প্রান্তে। এছাড়া নগরীর রিয়াজউদ্দিন বাজার, কাজির দেউড়ি, চকবাজার, বহদ্দারহাট কাঁচাবাজার, কর্ণফুলী মার্কেট, ষোলশহর কাঁচাবাজারসহ নগরীর খুচরা মাছ ব্যবসায়ীরা ইলিশ কিনতে ভিড় করছেন। এতদিন দাম বৃদ্ধির কারণে সাধারণ মানুষ ইলিশ কিনতে পারেননি বলে জানান ব্যবসায়ীরা।

ফিশারিঘাটের আড়তদাররা জানান, গত কয়েক দিন ধরে বাজারে ইলিশের সরবরাহ বেড়েছে প্রায় দ্বিগুণ। স্বাভাবিকভাবে তাই দাম কমেছে। বর্তমানে বড় সাইজের ইলিশ মণপ্রতি বিক্রি হচ্ছে ২২ হাজার টাকায়। তিন দিন আগেও তা ছিল ২৮ হাজার টাকা। এছাড়া মাঝারি সাইজের ইলিশ মণপ্রতি ৫ হাজার কমে এখন বিক্রি হচ্ছে ১৭ হাজার টাকায়। অন্যদিকে ছোট সাইজের দাম কমেছে মণে ৩ হাজার টাকা। এখন বিক্রি হচ্ছে ১২ হাজার দরে। আগামী কয়েক দিনের মধ্যে দাম আরো কমতে পারে বলে জানান তিনি।

সামুদ্রিক মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, ১০ বছর আগে দেশের মাত্র ২১টি উপজেলার নদীতে ইলিশ পাওয়া যেত। এখন ইলিশ পাওয়া যাচ্ছে ১২৫টি উপজেলার নদীতে। জাটকা নিধন প্রতিরোধ কর্মসূচির শুরুতে চট্টগ্রামে একটি জেলে পরিবারকে প্রতি মাসে দেওয়া হয়েছিল ১০ কেজি চাল। কিন্তু এখন চাল দেওয়া হচ্ছে ৪০ কেজি করে। জাটকাবিরোধী অভিযান আগে বিক্ষিপ্তভাবে অভিযান পরিচালিত হলেও এখন সমন্বিতভাবে বিভিন্ন সংস্থা দায়িত্ব পালন করছে। জব্দ জাল পোড়ানো হচ্ছে সঙ্গে সঙ্গে। এতে ইলিশের ব্যাপারে জনসচেতনতা বেড়েছে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সূত্রে জানা যায়, বিশ্বের মোট ইলিশের ৬০ ভাগই উৎপাদিত হয় বাংলাদেশে। দেশের নদ–নদীতে ধরা পড়া মাছের ১২ শতাংশই ইলিশ। জিডিপিতে এর অবদান এক শতাংশ। এক মৌসুমে মা ইলিশ রক্ষায় নদীর পরিবেশ, জাটকা সংরক্ষণ ও অভয়াশ্রম নিশ্চিত করতে পারলে বছরে ইলিশের বাণিজ্য হত কমপক্ষে ২৫ হাজার কোটি টাকা। এবার সেই লক্ষ্যমাত্রা অর্জনের সম্ভাবনা রয়েছে বলে জানা যায় ।

 

 

 

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.