ডাকসু নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে স্বার্থান্বেষী ষড়যন্ত্রে লিপ্তঃ ছাত্রলীগ

0

সিটি নিউজ ডেস্কঃ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও এই নির্বাচনে ছাত্রলীগ প্যানেলের ভিপি প্রার্থী রেজওয়ানুল হক চৌধুরী শোভন অভিযোগ করে বলেছেন, ডাকসু নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে একটি স্বার্থান্বেষী মহল ষড়যন্ত্র করছে।

আজ সোমবার (১১ মার্চ) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

শোভন বলেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। রোকেয়া হল কেন্দ্রের ভেতরে নূরুল ও লিটন নন্দীকে মারধরের যে অভিযোগ করা হয়েছে, তা ভিত্তিহীন।

এ সময় ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও ডাকসুতে ছাত্রলীগ প্যানেলের জিএস প্রার্থী গোলাম রাব্বানী বলেন, সুন্দর নির্বাচনী পরিবেশে বাম সংগঠন ও ছাত্রদলের নেতারা যে তাণ্ডব চালিয়েছেন, আমরা তার নিন্দা জানাচ্ছি। একইসঙ্গে প্রশাসনকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনজিত চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

আজ দিনভর নানা উত্তেজনার মধ্যে ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ করা হয়। সকাল ৮টায় ভোট শুরু হয়। চলে একটানা দুপুর ২টা পর্যন্ত।

তবে, কুয়েত মৈত্রী ও রোকেয়া হলে অনিয়মের কারণে কিছু সময় ভোট বন্ধ ছিল। পুনরায় শুরু হওয়ায় এখানে নির্ধারিত সময়ের পরও ভোট নেয়া হয়। ক্ষমতাসীন ছাত্রলীগের প্যানেল ছাড়া বাকিরা এই ভোট দুপুরেই বর্জন করেছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.