তিউনিসিয়া থেকে ৭০০ নারী আইএসে যোগদান

আন্তর্জাতিক : পৃথিবীর অনেক দেশ থেকেই লোক নিয়োগ করেছে ইরাক ও সিরিয়া ভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট। তিউনিসিয়া প্রায় ৫ হাজার মানুষ গিয়ে ভিড়েছে তাদের দলে। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে, এদের মধ্যে ৭০০ জনই নারী।

এই নারীরা লিবিয়ার মত পার্শ্ববর্তী দেশে ভ্রমণের নামে হুট করেই পরিবার পরিজন ত্যাগ করে গিয়ে যোগ দেন আইএসে। পালিয়ে আইএসে যোগ দিয়েছেন এমন এক মেয়ের মা ওলফা হামরানি বলেছেন, ‘আমার সন্তান চলে যাওয়ার পরে ঘরে আর হাসি নেই। আমার মরে যেতে ইচ্ছা করে। আমার আরও দুই মেয়ে আছে, তারা না থাকলে হয়তো মরতাম।’হামরানির এখনকার একমাত্র উদ্বেগ হচ্ছে তার ছোট মেয়েকে নিয়ে। সেও নাকি আইএসে যোগ দিতে আগ্রহী। নারীদের প্রতি আইএসের কঠোর বিধি নিষেধের পরও নারীরা কেনো সেখানে যেতে চাইছে সেটা একটা রহস্য।

এ বিভাগের আরও খবর

Comments are closed.