ত্যাগের মহিমায় উজ্জীবিত হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

0

সিটি নিউজ ডেস্ক :: কোরবানির মর্ম অনুধাবন করে সমাজে শান্তি ও কল্যাণের পথ রচনা করতে ত্যাগের মহিমায় উজ্জীবিত হওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

আজ বুধবার (২২ আগস্ট) জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় শেষে বঙ্গভবনে ফিরে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।

সবাইকে ঈদ শুভেচ্ছা জানিয়ে আবদুল হামিদ বলেন, ‘আমাদের কর্মে ও চিন্তায় কোরবানির ঈদের শিক্ষা প্রসারিত করতে হবে। তবেই সোনার বাংলা গড়ে তোলা সম্ভব হবে।’

এর আগে রাষ্ট্রপতি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের কূটনীতিক, মন্ত্রী-সচিবসহ সরকারের উচ্চপদস্থ ব্যক্তিবর্গ, রাজনীতিক, সুশীল সমাজের প্রতিনিধি, আইনজীবী, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের প্রতিনিধির সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি দেশ-জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.