দাবা খেলা হারাম: সৌদি গ্রান্ড মুফতি

0

মোরশেদ রানা : দাবা খেলাকে হারাম বলে ফতোয়া দিয়েছেন সৌদি আরব গ্রান্ড মুফতি শেখ আবদুল আজিজ বিন-আব্দুল্লাহ আল-শেখ। তিনি বলেন,দাবাখেলা ‘শত্রুতা ও ঘৃণার’ জন্ম দেয়।

সৌদি আরবের সর্বোচ্চ এ ধর্মীয় নেতা সাপ্তাহিক টেলিভিশন অনুষ্ঠানে প্রশ্নোত্তরে এ ফতোয়া দেন। দাবা খেলাকে তিনি ইসলাম পূর্ব আরবে ‘মাইসির’ খেলার সঙ্গে তুলনা করে তিনি বলেন,দাবা খেলা সময়ের অপচয়ের সঙ্গে টাকা অপব্যয়ের একটি পথ। এটা মানুষের মধ্যে শত্রুতা এবং ঘৃণার জন্ম দেয়।

লক্ষ্যনিয় বিষয় হচ্ছে, মুফতি এমন সময় এ ফতোয়া দিলেন যখন মক্কায় দাবা টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে ( শুক্রবার)। যদিও তার এ ফতোয়ার পরেও দাবা খেলার ওপর নিষেধাজ্ঞা জারির কোন খবর পাওয়া যায়নি।

তবে এখনই টুর্নামেন্ট বাতিল না করলেও ওই ফতোয়াকে কেন্দ্র করে কর্তৃপক্ষ খেলাটি বন্ধ হওয়ার আশঙ্কা করছেন টুন্টামেন্টটির আয়োজগন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.