দ্বিতীয় মেয়াদেও রাষ্ট্রপতি হচ্ছেন আব্দুল হামিদ

0

সিটি নিউজ ডেস্কঃ  বর্তমান রাষ্ট্রপতি এডভোকেট মোঃ আবদুল হামিদই আওয়ামী লীগের রাষ্ট্রপতি প্রার্থী। তাই বলা যায় তিনিই হচ্ছেন দেশে ২১তম রাষ্ট্রপতি। টানা দ্বিতীয় মেয়াদে আবদুল হামিদ বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আবদুল হামিদ ১৯৪৪ সালের ১ জানুয়ারি কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার কামালপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম হাজী মোঃ তৈয়ব উদ্দিন এবং মাতার নাম তমিজা খাতুন।

আজ বুধবার (৩১ জানুয়ারী) রাতে গণভবনে  আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের বৈঠকে দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে রাষ্ট্রপতি পদে প্রার্থী চূড়ান্ত করা হয়। । আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ তথ্য জানিয়েছেন।

জাতীয় সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠ আওয়ামী লীগ। ফলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীই রাষ্ট্রপতি পদে বিজয়ী হবেন। তিনিই হবেন দেশের ২১তম রাষ্ট্রপতি।

আগামী ২৩ এপ্রিল বর্তমান রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের পাঁচ বছরের মেয়াদ শেষ হবে। ২০১৩ সালের ২৪ এপ্রিল তিনি এ পদে দায়িত্ব গ্রহণ করেন। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির মেয়াদ অবসানের পূর্ববর্তী নব্বই হতে ষাট দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন করতে হয়। সে হিসেবে আগামী ২৩ ফেব্রুয়ারির মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে হবে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.