ধোনি পদত্যাগ করতে প্রস্তুত

0

সিটিনিউজবিডিঃ  বাংলাদেশের কাছে এই প্রথম সিরিজ হারল ভারত । বাংলাদেশের কাছে সিরিজ হারের পর হতাশ হয়ে পড়েছেন ভারতের ক্রিকেট দলের ক্যাপ্টেন মাহেন্দ্র সিং ধোনি। ব্যর্থতার সব দায় এখন যেন তারই কাঁধে। পূর্ণ শক্তির দল নিয়েও বাংলাদেশের সামনে দুই ম্যাচে কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেননি ধোনির নেতৃত্বাধীন দল। ফলে প্রশ্ন উঠেছে, ধোনি কি ফুরিয়ে গেছেন?

খানিকটা এমন প্রশ্নের জবাবে ধোনির অকপট স্বীকারোক্তি, ‘ক্যাপ্টেনসি থেকে আমার পদত্যাগ যদি সব সমস্যার সমাধান হয়, তবে সে জন্য আমি প্রস্তুত। আমার পদত্যাগ যদি ভারতের ক্রিকেটকে সঠিক পথে হাঁটতে সাহায্য করে, তবে আমি তা করব।’ ভারত ও বাংলাদেশসহ বিশ্ব গণমাধ্যমের তীর্যক আঙুল যখন ক্যাপ্টেন ধোনির দিকে, ‘তখন কিছুটা ক্ষোভ প্রকাশ করেই তিনি বললেন, আমি সেই একমাত্র ব্যক্তি, যে ভারতীয় ক্রিকেটের যেকোনো খারাপ কিছুর জন্য দায়বদ্ধ। সব কিছুই আমার জন্য হয়! এমনকি বাংলাদেশের গণমাধ্যমও এ নিয়ে হাসছে।’ রোববারের ম্যাচ শেষে সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ধোনি। ‘আপনি আর কত দিন ক্যাপ্টেনসি করতে চান?’ সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ধোনি বলেন, ‘আমি চালিয়ে যেতে চাই।’

ধোনি আরো বলেন, ‘আমি ক্রিকেট উপভোগ করি। কিন্তু যখন প্রথম প্রশ্নটি করা হয়, তখন আমি বুঝি পরের প্রশ্নটি কী আসছে। এই প্রশ্নগুলো সব সময়ই ঘুরপাক খাচ্ছে। গণমাধ্যম আমাকে ভালোবাসে। যদি এটি ন্যায হয় যে, আপনারা আমাকে সরিয়ে দেবেন এবং এতে ভারতীয় ক্রিকেট ভালো করতে শুরু করবে এবং ভারতীয় ক্রিকেটে মন্দ যা কিছু ঘটছে, তার জন্য আমিই দায়ী হয়ে থাকি, তাহলে অবশ্যই আমি পদত্যাগ করে একজন সাধারণ খেলোয়াড় হয়ে থাকব। কে ক্যাপ্টেন, এটি সত্যিই একটা বিষয়। সত্যিই আমি ক্যাপ্টেন হওয়ার সারিতে ছিলাম না। আমার কাছে এটি একটি কাজ বা দায়িত্ব। তারা যদি আমার কাছ থেকে তা নিয়ে নিতে চায়, তাতে আমার কোনো সমস্যা নেই’।

 

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.