নিজেকে প্রমাণ করেই এখানে এসেছি

0

সিটিনিউজবিডিঃ ৪৫ বলে ৪৪ রান করেই বাংলাদেশের ক্রিকেট মহলে হৈচৈ ফেলে দিয়েছেন লিটন দাস। ভারতের বিপক্ষে ফতুল্লার একমাত্র টেস্টে হরভজন, অশ্বিন, বরুণদের বিপক্ষে তার ব্যাটিংয়ের উদীয়মান সাহসটা দেখতে হবে।  হরভজন সিংকে স্কয়ার লেগ দিয়ে মারা সেই সুইপটা। বরুণ অ্যারোনকে মিড উইকেট দিয়ে মারা পুল শটটা। রবিচন্দ্র অশ্বিনকে ডাউন দ্য উইকেট এসে লং অফ দিয়ে মারা সেই ছক্কাটা। আত্মবিশ্বাসী ছিলেন বলেই ছবিতে বাঁধিয়ে রাখার মতো এমনসব শট খেলতে পেরেছেন। এমনটাই গতকাল অনুশীলনের শেষে বললেন লিটন। সর্বশেষ ঘরোয়া ক্রিকেটে নিজের পারফরম্যান্সের প্রসঙ্গ টেনে জানালেন, ‘তারা (নির্বাচকরা) জানেন, আমি নিজেকে প্রমাণ করেই এখানে এসেছি। আমার প্রধান লক্ষ্য ছিল দলকে কিছু দেওয়া। চেষ্টা করছি, ব্যস এটুকুই। ঘরোয়া ক্রিকেটে আমি সর্বোচ্চ রান সংগ্রাহক। এদিক দিয়ে আমি আত্মবিশ্বাসী ছিলাম। অনেক রান করেছি, ভালো টাচে আছি।’

‘টাচ’টা ধরে রাখলেই ভারতের বিপক্ষে আগামী পরশু থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজেও দেখা যেতে পারে টেস্টের মতোই টুকরো টুকরো ছবি। এখন শুধু ওয়ানডেতে অভিষেকের অপেক্ষা! কাঙ্ক্ষিত অভিষেকটা যদি প্রথম ওয়ানডেতেই হয়ে যায়, তাহলে হয়তো এ বার্তাও উদীয়মান এই তারকাকে দিয়ে দেবে টিম ম্যানেজমেন্ট। লিটনের ওপর তাদের অগাধ আস্থা। হয়তো এমন একটা আভাস লিটন নিজেও পেয়েছেন। সম্ভবত এ কারণেই কাল সাংবাদিকদের বললেন, ‘যদি আমি সুযোগ পাই, লক্ষ্য থাকবে দলকে কিছু দেওয়ার। যদি ব্যাটসম্যান হিসেবে খেলি, ব্যাটিংয়ে ভালো করার চেষ্টা করব। ফিল্ডার বা কিপার যাই হোক, শতভাগ দেওয়ার চেষ্টার করব।’

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.